Advertisement
Advertisement

Breaking News

গ্রাহকদের ৬ লক্ষ নয়া ডেবিট কার্ড পাঠাল এসবিআই

সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে গ্রাহকরা বিভিন্ন তথ্য আপডেট করে নতুন কার্ড সংগ্রহ করতে পারেন৷

SBI sends 6 lakh new Debit Cards to Account Holders
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 31, 2016 9:58 am
  • Updated:October 31, 2016 9:58 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ব্যাঙ্কিং ব্যবস্থায় ঘটে গিয়েছে এ যাবৎ কালের মধ্যে দেশের বৃহত্তম সাইবার কেলেঙ্কারি৷ এ ধরনের ঘটনা ঠেকাতে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৬ লাখ নতুন ডেবিট কার্ড গ্রাহকদের কাছে পাঠিয়েছে বলে খবর৷ এসবিআই-এর সহকারী ম্যানেজিং ডিরেক্টর মঞ্জু আগরওয়াল রবিবার বলেছেন, ‘‘যে সব কার্ড বন্ধ হয়ে গিয়েছিল তার ৯৫.৫ শতাংশ নতুন করে পাঠানো হয়েছে৷ বাকি কার্ডগুলিও গ্রাহকদের কাছে পাঠানোর চেষ্টা চলছে৷ ওই সমস্ত গ্রাহকের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি৷ কারণ ওই সমস্ত গ্রাহক সংশ্লিষ্ট ব্যাঙ্কে তাঁদের বিভিন্ন তথ্য আপডেট করেননি৷”

উল্লেখ্য, এর আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এসবিআই তার গ্রাহকদের অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার না করতে অনুরোধ করেছিল৷ আগরওয়াল আরও জানিয়েছেন, গ্রাহকরা সংশ্লিষ্ট ব্যাঙ্কে গিয়ে তাঁদের বিভিন্ন তথ্য আপডেট করে নতুন কার্ড সংগ্রহ করতে পারেন৷

Advertisement

কম্পিউটারের সফটওয়্যারে কারচুপি করে সম্প্রতি দেশের বিভিন্ন জায়গা থেকে স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের এক কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে৷ দেখা গিয়েছে অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেই স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের এই বিপত্তি ঘটেছে৷ সে কারণেই এসবিআই তার ৬ লাখেরও বেশি গ্রাহকের ডেবিট কার্ড বন্ধ করে দিয়েছে৷ এছাড়াও বিভিন্ন ব্যাঙ্কের দেওয়া ৩০ লাখেরও বেশি ডেবিট কার্ডের গোপন তথ্য হ্যাকাররা হ্যাক করে নিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ হ্যাকারদের দৌরাত্ম্যে গ্রাহকরা নতুন করে যাতে আর কোনও সমস্যায় না পড়েন সে জন্য স্টেট ব্যাঙ্ক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে বলে আগরওয়াল জানিয়েছেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ