Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

Suvendu Adhikari: ওয়ারেন্ট ছাড়া বিরোধী দলনেতার অফিসে তল্লাশি, হাই কোর্টে মামলা দায়ের শুভেন্দুর

বৃহস্পতিবার এই মামলার শুনানি।

Searched office without warrant, Opposition Leader Suvendu Adhikari files case at Calcutta High Court | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 17, 2022 12:29 pm
  • Updated:May 17, 2022 1:08 pm

গোবিন্দ রায়: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামের (Nandigram) কার্যালয়ে পুলিশি তল্লাশি কেন? তা জানতে চেয়ে আগেই মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল। আজই সেই রিপোর্ট পেশ হওয়ার কথা। এবার একই প্রশ্ন তুলে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। বিনা নোটিসে কেন বিরোধী দলনেতার বাড়িতে পুলিশি হানা? প্রশ্ন তুলে আদালতের হস্তক্ষেপ চেয়ে মামলা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর প্রশ্ন, ওয়ারেন্ট ছাড়া কীভাবে বিরোধী দলনেতার অফিসের তল্লাশি চালাল পুলিশ? এদিন তাঁকে মামলাটি দায়ের করার অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। বৃহস্পতিবার এই মামলার শুনানি বলে জানা গিয়েছে।

গত রবিবার সন্ধে নাগাদ নন্দীগ্রামে শুভেন্দুর কার্যালয়ে আচমকাই তল্লাশি চালায় পুলিশ। সঙ্গে ছিলেন তমলুক মহকুমা পুলিশ আধিকারিকরা। সেই সময়ে কার্যালয়ে ছিলেন না বিরোধী দলনেতা। খবর পেয়েই তিনি ক্ষোভে ফেটে পড়েন। টুইটে অভিযোগ তোলেন, আগাম নোটিস, ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি চালিয়েছে পুলিশ। একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। 

Advertisement

[আরও পড়ুন: ‘নিখোঁজ’ নুসরত জাহান! বসিরহাটে তারকা সাংসদের পোস্টার ঘিরে শোরগোল]

এরপর ওইদিন রাতেই রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) এ বিষয়ে হস্তক্ষেপ করেন। টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, কয়েকজন মহিলা পুলিশ কর্মী নিয়ে এক অফিসার কার্যালয়ে গিয়েছেন। অন্য একজন ভিডিওগ্রাফি করছেন। ওই টুইটেই রাজ্যপাল জানিয়েছেন, শুভেন্দু তাঁকে পুলিশি হামলার অভিযোগ জানিয়েছেন। সেই ঘটনায় মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল। 

Advertisement

[আরও পড়ুন: ‘ডোনেট মি এ গার্লফ্রেন্ড’, প্ল্যাকার্ড হাতে রাস্তায় ঘুরছেন যুবক! ব্যাপারটা কী?]

মঙ্গলবার শুভেন্দু অধিকারী নিজে এ নিয়ে মামলা দায়ের করার জন্য কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থার কাছে আবেদন জানান। আবেদন মঞ্জুর করেন তিনি। দায়ের হয় মামলা। আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে বলে হাই কোর্ট সূত্রে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ