Advertisement
Advertisement

Breaking News

Firhad Hakim

লক্ষ্মীপুজোর পরই দক্ষিণেশ্বরে চালু স্কাইওয়াক, ঘোষণা ফিরহাদের

উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Skywalk will be inaugurated after Laxmi puja, says Firhad Hakim
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 12, 2018 7:10 pm
  • Updated:June 6, 2019 7:40 pm

কৃষ্ণকুমার দাস: যাবতীয় বিতর্কের অবসান৷ লক্ষ্মীপুজোর পর দক্ষিণেশ্বর চালু হবে যাবে স্কাইওয়াক৷ স্কাইওয়াকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৭২ কোটি টাকা খরচ করে দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি করছে রাজ্য সরকার৷

[শহরে ফের ডেঙ্গুর বলি, ফুলবাগানের নার্সিংহোমে মৃত্যু বধূর]

Advertisement

রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদামণির স্মৃতিবিজড়িত দক্ষিণেশ্বর৷ এই স্থানের মাহাত্ম্য বড় কম নয়! দক্ষিণেশ্বর মন্দিরেই রামকৃষ্ণের সঙ্গে দেখা হয়েছিলেন নরেন্দ্রনাথ দত্তের৷ পরবর্তীকালে যিনি হয়ে হয়ে ওঠেছিলেন স্বামী বিবেকানন্দ৷ বিশেষ দিন বা তিথি তো বটেই, বছরভর ভক্তেরা ভিড় জমান দক্ষিণেশ্বরে৷ মন্দিরে যাওয়ার রাস্তার দুপাশে অজস্র দোকান৷ ফলে যাতায়াতে যেমন সমস্যা হয়, তেমনি যানজটও লেগে থাকে৷ রাজ্যের পালাবদলের পর দক্ষিণেশ্বর স্টেশন থেকে মন্দির পর্যন্ত স্কাইওয়াক তৈরির পরিকল্পনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু, জমি জটে বারবার সমস্যা পড়তে হয় প্রশাসনকে৷ দক্ষিণেশ্বর স্কাইওয়াক তৈরির জন্য বেশ কয়েকটি দোকানটি সরানোর দরকার ছিল৷ কিন্তু, দোকান ছাড়তে রাজি ছিলেন না মালিকের৷ শেষপর্যন্ত অবশ্য সমস্যা মিটে যায়৷ দিন কয়েক আগেই দক্ষিণশ্বরে স্কাইওয়াক তৈরির কাজ পরিদর্শন করতে গিয়েছিলেন পুর ও নগরোন্নয়মন্ত্রী ফিরহাদ হাকিম৷ কিন্তু, দক্ষিণেশ্বর স্কাইওয়াকটি কবে চালু হবে? লক্ষ্মীপুজোর পরই স্কাইওয়াক চালু হবে যাবে বলে জানিয়েছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম৷ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

[ মুখ্যমন্ত্রীর গানে এবার ঘুরে দাঁড়ানোর শপথ এ শহরের নির্ভয়াদের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ