সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বিরোধীদের একের পর এক আক্রমণ। বুধবার সহ্যের বাঁধ ভাঙল মুখ্যমন্ত্রীর। পালটা আক্রমণের জবাব দিলেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, তিনিও মানুষ। তাঁর সহ্যের সীমা রয়েছে। রোজ রোজ কাজকর্ম সেরে রাতে বাড়ি ফিরে বিরোধীদের একের পর এক সমালোচনা শুনতে আর ভাল লাগছে না। তা এদিন ঠারেঠোরে বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী।
বুধবার নবান্ন সভাঘরে রাজ্যের মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বিজেপির বিরুদ্ধে রণংদেহী মেজাজে সুর চড়ান মমতা। বলেন, ‘লেবু কচলাতে কচলাতে তেতো হয়ে যায় শুনেছি। বেশি কচলাবেন না। আমাদের রাজ্য অর্থনৈতিক চাস্ক ফোর্স ১ কোটি ৫২ লক্ষ টাকার প্যাকেজ দিচ্ছে। কোন রাজ্য দিচ্ছে? সবাই কাজ করছে। নিচুতলার মানুষের কিছু ভুল হতে পারে। কাজ করলে ভুল হবেই। ওদের ক্ষমা করে দিন।’ এরপরই নিজের শারীরিক অবস্থা নিয়ে আক্ষেপ করে তিনি বলেন, ‘আমিও মানুষ। আমার মাথা যন্ত্রণা করছে। রাজীবের (রাজীব সিনহা) পেটে ব্যথা করছে বলছে। আমার মাথায় রোজ গোঁতাবেন, আমি কি মাথা এগিয়ে দেব। এটা ভাবলে ভুল করবেন। যাঁরা ভাল কাজ করছেন তাঁদের প্রশংসা করুন। সোশ্যাল হোন, আনসোশ্যাল হবেন না। আমি কথা দিচ্ছি কোনও রাজনীতি করব না। আপনারাও কথা দিন রাজনীতি করবেন না।’
[আরও পড়ুন: যেমন কথা তেমন কাজ, ১০১টি বাসে করে রাজস্থানে আটকে পড়া পড়ুয়াদের ফেরাচ্ছে রাজ্য]
এরপরই তিনি বিজেপি নেতাদের উদ্দেশে বলেন, ‘সমস্যায় পড়লে এসএমএস করে জানান। রাজনীতির বাইরে গিয়ে সাহায্য করব। অনেক রাজ্যই বেতন কেটে নিচ্ছে। রাজ্য সরকার কিন্তু তা করেনি। সবাইকে মাসের প্রথমে টাকা দিচ্ছে। বাংলাকে ধ্বংস করবেন না।’