ছবি: প্রতীকী
সুব্রত বিশ্বাস: আগামী সপ্তাহ থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (High Secondary) পরীক্ষা। ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে। এই সময় পরীক্ষার্থীদের সুবিধায় লোকাল ট্রেনের (Local Trains) স্টপেজ বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার দিনগুলিতে ট্রেনের গতিবিধি জানাল পূর্ব রেল। হাওড়া (Howrah) ও শিয়ালদহ ডিভিশনের একাধিক স্টেশনে দাঁড় করানো হবে। পরীক্ষা শুরু ও শেষের সময়ে ট্রেনের সময়সূচিতে বদল করা হচ্ছে। ১৪, ১৬, ১৭, ১৮, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৭ তারিখে পরীক্ষা আছে। এই সব দিনেই গ্যালপিং ট্রেন দাঁড়াবে বিভিন্ন স্টেশনে।
শিয়ালদহ (Sealdah)মেন লাইনের সমস্ত EMU ও প্যাসেঞ্জার ট্রেন পরীক্ষার দিনগুলিতে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা স্টেশনে দাঁড়াবে। বনগাঁ (Bongaon) লাইনের ট্রেনগুলি সংহতি হল্ট স্টেশনে থামবে। তবে যেসব ট্রেন সকাল ৮টা থেকে ১০ ও দুপুর ১টা ১৫ থেকে ৩.১৫ পর্যন্ত চলে, সেই ট্রেনই শুধুমাত্র এই সব স্টেশনগুলিতে থামবে। অর্থাৎ পরীক্ষা শুরু এবং শেষের সময়ে পরীক্ষার্থীরা যে কোনও প্যাসেঞ্জার ও ইএমইউ-তে চড়ে গন্তব্যে পৌঁছতে পারবে। এছাড়া –
আবার ৩৩৩৬৩ আপ বারাসত-বনগাঁ লোকাল থামবে সংহতি হল্ট স্টেশনে (সকাল ৯.০৭এ)।
৩৩৩৬২ ডাউন বনগাঁ-বারাসত লোকাল দাঁড়াবে একই স্টেশনে (সকাল ৯.৫৫)।
হাওড়া ডিভিশনেও পরীক্ষার দিনগুলিতে বিভিন্ন স্টেশনে দাঁড়াবে অতিরিক্ত ট্রেন –
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.