Advertisement
Advertisement

Breaking News

Campa Cola

পেপসি, কোকা কোলাকে টক্কর! আম্বানির হাত ধরে ফিরছে একসময়ের জনপ্রিয় ক্যাম্পা কোলা

পাওয়া যাবে কোলা, লেবু ও কমলালেবুর স্বাদে।

Indian soft drink Campa Cola set to make a comeback। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 10, 2023 4:33 pm
  • Updated:March 10, 2023 4:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরছে ক্যাম্পা কোলা। পাঁচ দশকের পুরনো বিখ্যাত এই নরম পানীয় এই মুহূর্তে কেবল নস্ট্যালজিয়াতেই রয়েছে। কিন্তু তাকে ফের বাজারজাত করতে চলেছে রিলায়েন্স গ্রুপ। এবারের গ্রীষ্মেই ভারতীয়দের তৃষ্ণা মেটাতে হাজির হবে ক্যাম্পা কোলা। একদা যার বিজ্ঞাপনী পাঞ্চলাইন ছিল ‘দ্য গ্রেট ইন্ডিয়ান টেস্ট’।

জানা গিয়েছে, মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা গত বছরের আগস্টেই ‘পিওর ড্রিঙ্কস’ সংস্থার থেকে ২২ কোটি টাকায় এই ব্র্যান্ডটি কিনে নিয়েছিল। এই সোডা পাওয়া যাবে কোলা, লেবু ও কমলালেবুর স্বাদে। বহু ভারতীয়র স্মৃতিতে এখনও টাটকা ক্যাম্পা কোলার স্মৃতি। এদেশে পাঁচের দশক থেকে সাতের দশক পর্যন্ত কোকা কোলার (Coca Cola) জনপ্রিয়তা ছিল অপরিসীম। কিন্তু ১৯৭৭ সালে তৎকালীন সরকারি নীতির কারণে এদেশ থেকে ব্যবসা গোটায় মার্কিন পানীয় সংস্থাটি। দেশের নরম পানীয় হিসেবে তৈরি করা হয় ‘ডবল সেভেন’ নামের একটি পানীয়। কিন্তু সেটি সেভাবে না চলায় বাজারে আসে ক্যাম্পা কোলা (Campa Cola)। কোকা কোলার ফন্টই ব্যবহৃত হত বোতলে। দ্রুত এই পানীয় জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষত তরুণ প্রজন্মের খুব পছন্দের পানীয় ছিল ক্যাম্পা কোলা।

Advertisement

[আরও পড়ুন: মাওয়ের নজির ছুঁয়ে ইতিহাস, তৃতীয়বার চিনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত জিনপিং]

কিন্তু নয়ের দশকে তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিংয়ের পরিকল্পনায় ভারতে অর্থনীতির উদারীকরণ হলে পেপসি, কোলার আগমনে ধীরে ধীরে কমে যায় ক্যাম্পা কোলার আবেদন। এরপর ভারতের বাজার থেকে বিদায় নেয় পানীয়টি। অবশেষে আম্বানির হাত ধরে প্রত্যাবর্তন ঘটাতে চলেছে ক্যাম্পা কোলা।

Advertisement

[আরও পড়ুন: উপাসনা চলাকালীন জার্মানির গির্জায় ঢুকে তাণ্ডব বন্দুকবাজের, মৃত অন্তত ৭, আহত বহু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ