Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

বাড়ির ১০০ মিটারের মধ্যে অভিষেকের সভা, হেনস্তার আশঙ্কায় আদালতে শুভেন্দু

মামলা করার অনুমতি মিলেছে।

Suvendu Adhikari moves court against TMC meeting near his home | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 1, 2022 11:09 am
  • Updated:December 1, 2022 11:44 am

গোবিন্দ রায়: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যা আসলে অধিকারীর পরিবারকে হেনস্তা করার ছক, এমনই অভিযোগ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। মামলা করার অনুমতি মিলেছে। বৃহস্পতিবার দুপুর দুটোয় মামলার শুনানি।

৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা করবেন অভিষেক। এনিয়েই আপত্তি বিজেপি বিধায়ক শুভেন্দুর। তাঁর অভিযোগ, অধিকারীদের কাঁথির বাড়ির ১০০ মিটারের মধ্যে সভা তৃণমূলের। যা আসলে পরিবারকে হেনস্থা করার পরিকল্পনা। পুলিশ সুপার এবং ওসিকে বলে কোনও লাভ হয়নি বলেও অভিযোগ অধিকারীর। এনিয়ে এদিন বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়েরর অনুমতি দেন বিচারপতি রাজশেখর মান্থার।

Advertisement

[আরও পড়ুন: গুজরাটে শুরু প্রথম পর্বের ভোটগ্রহণ, ইভিএমের জিম্মা হোমগার্ডের হাতে! অভিযোগ কংগ্রেসের]

প্রসঙ্গত, গত মাসে তৃণমূলের যুব-ছাত্র শাখা শুভেন্দু অধিকারীর মানসিক সুস্থতা কামনা করে ‘গেট ওয়েল সুন’ (Get Well Soon) লিখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি দেওয়া গ্রিটিংস কার্ড পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী পূর্ব মেদিনীপুর (East Midnapore) জেলার সমস্ত কলেজ ইউনিটের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকরা শুভেন্দুর বাড়িতে গ্রিটিংস কার্ড দিতে যান। কাঁথির শান্তিকুঞ্জের সামনে তাঁদের পথ আটকায় পুলিশ। তারপরই পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। সামান্য ধস্তাধস্তি হয়। শুভেন্দু অধিকারীর উদ্দেশে ওঠে ‘চোর’ স্লোগান। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Advertisement

এর প্রেক্ষিতেই কিছুদিন আগেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জমায়েতে ‘না’ করেছিল কলকাতা হাই কোর্ট। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারকে এ বিষয়ে নজরদারির নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থার। এই রায়ের ২০ দিনের মধ্যেই ফের অধিকারী পরিবারের বাড়ি শান্তিকুঞ্জের ১০০ মিটারের মধ্যেই সভা করার কথা অভিষেকের। এর বিরুদ্ধেই আদালতে গেলেন শুভেন্দু অধিকারী।  

[আরও পড়ুন: বেশি নিয়োগ দিতেই রাজ্য়ের দুই নীতি, বিকৃত প্রচার করছে বিরোধীরা, দাবি তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ