Advertisement
Advertisement
Ramakrishna Mission

ভোটদান প্রভাবিত করে রামকৃষ্ণ মিশন? মুখ খুললেন মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ

ভারত সেবাশ্রম সংঘ-রামকৃষ্ণ মিশন-ইসকনের 'রাজনীতি' যোগের অভিযোগে তোলপাড় ভোটের বাংলা।

Swami Suvirananda Maharaj opens up about Ramakrishna Mission Politics connection
Published by: Paramita Paul
  • Posted:May 22, 2024 10:26 am
  • Updated:May 22, 2024 1:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত সেবাশ্রম সংঘ-রামকৃষ্ণ মিশন-ইসকনের ‘রাজনীতি’ যোগের অভিযোগে তোলপাড় ভোটের বাংলা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মন্তব্যের পক্ষে-বিপক্ষে হাজার মত। রামকৃষ্ণ মিশন(Ramakrishna Mission) সত্যিই কি তাদের অনুগামীদের ভোটদানে প্রভাব বিস্তার করে? বিষয়টি নিয়ে মুখ খুললেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ।

সংবাদ সংস্থা আইএনএএস-কে দেওয়া সাক্ষাৎকারে স্বামী সুবীরানন্দ স্পষ্টভাবে জানিয়েছেন, “রামকৃষ্ণ মিশন অরাজনৈতিক সংস্থা। স্বামীজির নির্দেশ অনুসরণ করে সংগঠনের সঙ্গে যুক্ত সন্ন্যাসীরা ভোটাদিকার প্রয়োগ করে না। তাঁরা কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন না।” সংগঠনের অনুগামীদের ভোটদানকে কি প্রভাবিত করেন তাঁরা? জবাবে মিশনের সাধারণ সম্পাদক জানান, “এ বিষয়ে আমরা তাঁদের পরামর্শ দিই না, আমরা কোনও নির্দেশও দিই না। তাঁরা স্বাধীনভাবেই ভোটদান করেন।” পরিশেষে তাঁর সংযোজন, ” রামকৃষ্ণ মিশন সেবামূলক প্রতিষ্ঠান। তারা মানুষের জন্য কাজ করে। আমাদের একমাত্র লক্ষ্য নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা।”

Advertisement

[আরও পড়ুন: নিউটাউনে ‘খুন’ বাংলাদেশের সাংসদ, ৮ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার দেহ]

বিতর্কের সূত্রপাত নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্য। তিনি বলেছিলেন, “রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্য়াপ আছে, গ্রুপ। ওদের যারা মেম্বার হয় তাদের নাম, যারা দীক্ষা নেয়। রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনওদিনও। এটা আমি জানি। তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলব? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে জলঘোলা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে মুখ খুললেন মিশনের সাধারণ সম্পাদক।

Advertisement

[আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে ‘রেমাল’, ষষ্ঠ দফা ভোটে ঝড় সামলাতে কী পদক্ষেপ নির্বাচন কমিশনের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ