Advertisement
Advertisement
Swapan Dasgupta Slums Mamata banerjee

লক্ষ্য সোনার বাংলা গঠন, জানুয়ারিতে রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি বঙ্গ বিজেপির

সাংবাদিক বৈঠক থেকে জনসংযোগ আরও বাড়ানোর বার্তা স্বপন দাশগুপ্তর।

Bangla news: Swapan Dasgupta Slums Mamata banerjee's government । Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:December 30, 2020 6:59 pm
  • Updated:December 30, 2020 7:09 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: জানুয়ারি মাসের দু’তারিখ থেকে পুরো মাস রাজ্যজুড়ে সোনার বাংলা গড়ার লক্ষ্য বিশেষ কর্মসূচি রূপায়ণ করতে চলেছে বঙ্গ বিজেপি। ৫০ জন দল গঠন করে রাজ্যজুড়ে ১০টি বিষয়ের উপর প্রচার চালানো হবে। যার মূল লক্ষ্য হল, সোনার বাংলা তৈরির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি করা। বুধবার কলকাতায় একটি সাংবাদিক বৈঠকে একথাই জানালেন বিজেপির রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। বাংলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে তাঁরা মরিয়া বলেও উল্লেখ করেন। আজকের এই বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন রন্তিদেব সেনগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও সপ্তর্ষি চৌধুরীরা।

এপ্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত বছর গুলিতে বাংলার উন্নয়নে কিছু করেনি শাসকদলগুলি। তাদের উদাসীনতা ও দুর্নীতির কারণে আর্থিক থেকে সামাজিক সবক্ষেত্রেই পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। দমবন্ধ করা ফলে এই রাজ্যের ভাল ভাল পড়ুয়া বাইরে চলে গিয়েছে। আমরা আবার বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনতে চাইছি। কোনও কিছু একটা আদর্শকে কেন্দ্র করেই গড়ে ওঠে। বাংলার ঘরের ঘরে আগের মতো আদর্শ তৈরির সেই পরিবেশ ফিরিয়ে দিতে চাইছি আমরা। গত ৫০ বছর ধরে এই রাজ্যের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি কোনও পরিকল্পনা নেওয়া হয়নি। তাই ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্যের সর্বাঙ্গীণ উন্নয়নের জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’

Advertisement

[আরও পড়ুন: নতুন বছরে দিনে মাত্র ৪ ঘণ্টা ই-পাস লাগবে পুরুষ যাত্রীদের, কখন জানেন?]

এরপরই তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে কটাক্ষ করেন বঙ্গ বিজেপি (BJP)’র অন্যতম থিঙ্কট্যাঙ্ক স্বপনবাবু। বলেন, ‘বললেই কি নম্বর ওয়ান হওয়া যায়? এর জন্য অনেক পরিকল্পনা আর পরিশ্রম করতে হয়। নিজে বললে হয় না অন্যরা যখন নম্বর ওয়ানের স্বীকৃতি দেয় সেটাই আসল। আমরা এই রাজ্যকে সেই সোনার বাংলাই বানাতে চাই।’

Advertisement

শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের অধিকর্তা অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, ‘২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ বছরপূর্তি হওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্মের ৭৫ বছর। কিন্তু, গত ৫০ বছর এই রাজ্যের উন্নয়নের জন্য কোনও সরকারই উদ্যোগ নেয়নি। নেওয়া হয়নি কোনও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আমরা রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন তা গড়ে তুলব। এর জন্য জানুয়ারি মাসে ৫০ জনের একটি টিম রাজ্যের ২৯৪টি বিধানসভায় বিশেষ প্রচার চালাবে।’

[আরও পড়ুন: ‘CAA বিরোধীদের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই নেই’, তৃণমূলে যোগের জল্পনা ওড়ালেন শান্তনু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ