Advertisement
Advertisement

প্রয়াত দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর দীপ্তি রায়

জনপ্রতিনিধির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

TMC councillor Dipti Roy passes away
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 27, 2018 11:02 am
  • Updated:June 27, 2018 11:02 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেমন কোনও অসুস্থতা ছিল না। হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎই প্রয়াত দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর দীপ্তি রায়। মৃত্যুর খবর পেয়ে বুধবার সকালে প্রয়াত কাউন্সিলরের বাড়িতে যান বিধায়ক সুজিত বসু ও তৃণমূলের অন্য কাউন্সিলররা। বাড়ি থেকে মরদেহ আনা হয় দক্ষিণ দমদম পুরসভার অফিসে। সেখানে কাউন্সিলর দীপ্তি রায়কে শ্রদ্ধা জানান পুরসভার কর্মীরা। এই নিয়ে দক্ষিণ দমদম পুরসভার বর্তমান বোর্ডের তিনজন কাউন্সিলর প্রয়াত হলেন। ঘটনাচক্রে তিনজনই শাসকদলের মহিলা কাউন্সিলর।

[সাতসকালে দেশপ্রিয় পার্কে দুর্ঘটনা, বেপরোয়া বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু]

Advertisement

উত্তর শহরতলির বাঙুর এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত স্বামী। তাঁর হাত ধরে রাজনীতিতে এসেছিলেন। গত পুর নির্বাচনে দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন দীপ্তি রায়। পরিবারের লোকেরা জানিয়েছেন, মঙ্গলবার রাতে বাড়িতে বুকে ব্যাথা অনুভব করেন তিনি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে। কিন্তু, বাঁচানো যায়নি। কাউন্সিলর দীপ্তি রায়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয় জনপ্রতিনিধির আকস্মিক প্রয়াণে এলাকায় শোকের ছায়া। বুধবার সকালে প্রয়াত কাউন্সিলরের বাড়িতে যান বিধানগরের তৃণমূল বিধায়ক সুজিত বসু ও দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলররা। পরে প্রয়াত কাউন্সিলরের দেহ আনা হয় পুরসভার অফিসেও। বিধায়ক সুজিত বসু বলেন, ‘দীপ্তি রায়ের মৃত্যুতে ক্ষতি হল দলের। পুরসভার কাজকর্মেও প্রভাব পড়বে।’

Advertisement

[বিবাহ বিচ্ছেদ মামলায় আদালতে হাজিরা দিলেন মেয়র শোভন চট্টোপাধ্যায়]

সদ্য প্রয়াত দীপ্তি রায়কে নিয়ে জনপ্রতিনিধি থাকাকালীন প্রয়াত হলেন দক্ষিণ দমদম পুরসভার তিনজন কাউন্সিলর। গত বছরের সেপ্টেম্বরে লেকটাউনের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জিতা দত্তের ঝুলন্ত দেহ। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। পববর্তীকালে দক্ষিণ দমদম পুরসভার আরও এক কাউন্সিলের মৃত্যু হয়। ঘটনাচক্রে সকলেই মহিলা ও তৃণমূল কাউন্সিলর।

[ব্যাগের ভিতরেই ডেবিট কার্ড, অথচ অ্যাকাউন্ট থেকে উধাও টাকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ