Advertisement
Advertisement
Partha Chatterjee

‘অবিলম্বে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হোক’, দাবি Partha Chatterjee’র

এদিকে নভেম্বর থেকেই রাজ্যে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাজ।

TMC leader Partha Chatterjee demands early By-Elections in West Bengal | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 3, 2021 8:13 pm
  • Updated:August 3, 2021 8:13 pm

স্টাফ রিপোর্টার: ফের উপনির্বাচনের দাবিতে সরব তৃণমূল। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে। জনজীবন স্বাভাবিক। তাই অবিলম্বে রাজ্যের সাতটি কেন্দ্রে উপনির্বাচন করতে হবে বলে দাবি করলেন তৃণমূলের মহাসচিব ও পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee )। নির্বাচনের দাবিতে ফের তাঁরা কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানান।

তিন মাস অতিক্রান্ত। আজও রাজ্যের ৭টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (By-Election) দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। তৃণমূলের তরফে একাধিকবার কমিশনের কাছে দরবার করা হয়েছে। ফের একই দাবিতে সরব হলেন দলের মহাসচিব। মঙ্গলবার বিধানসভায় তিনি জানান, কমিশনের কাছে বারবার ধরনা দেওয়া হয়েছে। দু-তিনদিনের মধ্যে ফের ধরনা দেওয়া হবে। জনজীবন সচল রয়েছে। জনজীবন সচল রয়েছে বলেই উপনির্বাচনের দাবি করা হচ্ছে বলে দাবি পার্থ চট্টোপাধ্যায়ের। অবিলম্বে উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবি করেন তিনি। কেন্দ্র শাসকদলকেও একহাত নেন। তাঁর কটাক্ষ, রাজ্যের মানচিত্রে BJP নেই। কিছু নেতা রয়েছেন। তাই কিছু হলেই দিল্লি ছুটে যেতে হয়। ভবিষ্যতে দিল্লিতেও বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না বলে দাবি করেন তিনি। প্রসঙ্গত, জয়ী বিধায়কদের পদত্যাগ এবং মৃত্যুর কারণে রাজ্যের ৫টি কেন্দ্র এই মুহূর্তে বিধায়ক শূন্য। আর মুর্শিদাবাদের দুটি কেন্দ্রে ভোটের আগে প্রার্থীদের মৃত্যুর জন্য বিধানসভা ভোটেরই আয়োজন করা যায়নি। সব মিলিয়ে সাত কেন্দ্রে নির্বাচন হওয়ার কথা নভেম্বরের মধ্যে। ইতিমধ্যেই, কমিশনের তরফে এই সাত কেন্দ্রের নির্বাচনের জন্য ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং শুরু হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি লজ্জাজনক’, দিল্লির নাবালিকা ধর্ষণ কাণ্ডে শাহকে তোপ Abhishek-এর]

এদিকে, মঙ্গলবারই কমিশনের (Election Commission) তরফে জানিয়ে দেওয়া হয়েছে অন্যান্য বছরের মতো এবছরও নভেম্বরে ভোটার তালিকা সংশোধন করা হবে। নভেম্বর এবং ডিসেম্বর এই দুই মাস নতুন ভোটাররা তালিকায় নাম তুলতে পারবেন। কারও ভোটার তালিকা সংশোধনের বা ঠিকানা পরিবর্তনের প্রয়োজন হলেও এই সময়ই করতে পারবেন। যদিও কমিশনের তরফে এখনও স্পষ্ট করা হয়নি বিডিও অফিসের পাশাপাশি স্থানীয় বুথেও শিবির বসানো হবে কিনা। সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে জানুয়ারি মাসের শুরুতেই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement