Advertisement
Advertisement
Abhishek Banerjee

মহেশতলায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকুন! স্থানীয় নেতাদের নির্দেশ সাংসদ অভিষেকের

মহেশতলা অশান্তিতে বেশ কয়েকটি বাড়ি এবং দোকান ক্ষতিগ্রস্ত হয়।

TMC MP Abhishek Banerjee opens up on Maheshtala clash
Published by: Sayani Sen
  • Posted:June 14, 2025 3:48 pm
  • Updated:June 14, 2025 3:48 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মহেশতলা অশান্তিতে ক্ষতিগ্রস্তদের পাশে থাকুন, স্থানীয় নেতাদের নির্দেশ সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের। সূত্রের খবর, অভিষেক বলেন, সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়িমালিককে সবরকম সাহায্য করতে হবে। সাংসদের নির্দেশে স্থানীয় দলীয় কর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রয়েছেন বলেই খবর।

Advertisement

গত ১১ জুন, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মহেশতলায়। ওইদিন সকালে আক্রা সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানো নিয়ে বিবাদের সূত্রপাত। প্রথমে বচসা। পরে তা হাতাহাতির রূপ নেয়। দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়। এলাকায় শুরু হয় ব্যাপক ভাঙচুর। একাধিক বাড়ির ছাদের উপর থেকে ঢিল ছোঁড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। এডিজি দক্ষিণবঙ্গ, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ-সহ পুলিশের শীর্ষকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। উন্মত্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে। শুরু হয় পাথরবৃষ্টি। রবীন্দ্রনগর থানা লাগোয়া এলাকায় একটি বাইকেও আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় ব়্যাফ। কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়। মৃদু লাঠিচার্জও হয়। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন। আবার এলাকার বেশ কয়েকটি বাড়ি এবং দোকানও ক্ষতিগ্রস্ত হয়।

মহেশতলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। আবার তৃণমূলের দাবি, পুলিশ পুলিশের কাজ করেছে। এই পরিস্থিতিতে আবার এদিন রাজ্য পুলিশে রদবদল হয়েছে। রবীন্দ্রনগর থানার আইসি মুকুল মিঞাকে সরিয়ে দার্জিলিংয়ে পাঠানো হয়েছে। রবীন্দ্রনগর থানার নতুন আইসি হচ্ছেন রতুয়ার সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায়। মহেশতলার বর্তমান এসডিপিও কামরুজ্জামান মোল্লাকে এসিপি থার্ড ব্যাটেলিয়ানে বদলি করা হয়েছে। এসডিপিও হচ্ছেন রবীন্দ্রনগরের প্রাক্তন আইসি রেজাউল কবির। বদলির নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি দেখছে রাজনৈতিক মহল। যদিও এটিকে রুটিন বদলি বলেই দাবি পুলিশের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement