Advertisement
Advertisement

Breaking News

TMC

খুঁটিপুজো দিয়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু তৃণমূলের, হাজির পার্থ, শান্তনু, তাপস রায়রা

২১ জুলাই কী বার্তা দেবেন দলনেত্রী? সকলের নজর সেদিকে।

TMC starts preparation for 21st July ceremony at Dharmatala | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 13, 2022 1:38 pm
  • Updated:July 20, 2022 4:58 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: হাতে আর মাত্র ক’দিন। বুধবার ধর্মতলায় খুঁটিপুজোর মাধ্যমে ২১ জুলাইয়ের মঞ্চ স্থাপন করল তৃণমূল। সেখানে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), তাপস রায়, শান্তনু সেন, শ্রেয়া পাণ্ডে-সহ অন্যান্যরা। 

প্রতিবছরই ২১ জুলাই ধর্মতলায় শহিদ স্মরণের আয়োজন করা হয় তৃণমূলের তরফে। কর্মী-সমর্থকদের উদ্দেশে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। রাজ্যের বিভিন্নপ্রান্তের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে জমায়েত করেন ধর্মতলায়। কিন্তু বিগত ২ বছর করোনার কারণে ২১ জুলাই পালিত হয়েছে ভারচুয়ালি। ধর্মতলায় জমায়েত করা হয়নি। নিজেদের এলাকায় বসে নেত্রীর বার্তা শুনেছেন নেতা-কর্মীরা। তবে এবছর ফের ধর্মতলায় পালিত হবে ২১ জুলাই। বুধবার খুঁটিপুজোর মাধ্যমে তার প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল (TMC)।  

Advertisement

[আরও পড়ুন: দার্জিলিং সফরে রাজ্যপাল জগদীপ ধনকড়, এক মঞ্চে দেখা যেতে পারে মুখ্যমন্ত্রীর সঙ্গে

এদিন খুঁটিপুজোর পর পার্থ চট্টোপাধ্যায় বলেন, “ধর্মতলার বুকে আমরা আমাদের প্রিয় ১৩ জন সহকর্মীকে হারিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছিলেন। আরও বহু কর্মী আহত হয়েছিলেন। কারণ, সচিত্র পরিচয় পত্রের দাবিতে সেদিন আন্দোলন করা হয়েছিল। পরের বছর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শহিদদের তর্পণ হয়েছে। পরবর্তীকালে ধর্মতলায় এই দিনটি পালন করি আমরা। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ ধর্মতলায় জড়ো হন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে।” 

Advertisement

করোনার (Coronavirus) কারণে দু’বছর এই বিশেষ দিনটিতে আসতে পারেননি দলের কর্মী-সমর্থকরা। এবছর সেই সুযোগ রয়েছে। স্বাভাবিকভাবেই প্রবল ভিড় হবে বলেই মনে করা হচ্ছে। তবে আইন মেনে, পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করে অনুষ্ঠান চলবে বলেই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। যাতে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে নজর থাকবে দলের। 

[আরও পড়ুন: দিনহাটার নয়া মহকুমা শাসক কাশ্মীরের রেহানা, দায়িত্ব নিয়েই বললেন, ‘বাংলা শিখছি’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ