Advertisement
Advertisement

Breaking News

‘গণতন্ত্রকে বাঁচাতে একসঙ্গে লড়ব’, মমতার সঙ্গে বৈঠক শেষে বার্তা রাজ ঠাকরের

ব্যালটের দাবিতে বিরাট সভায় মমতাকে মহারাষ্ট্রে আমন্ত্রণ জানালেন রাজ ঠাকরে৷

'To save democracy will fight unitedly', Raj Thakre slams Central
Published by: Tanujit Das
  • Posted:July 31, 2019 5:30 pm
  • Updated:August 1, 2019 1:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যালট নয় ইভিএমে চাই৷ এই দাবিতে লোকসভা নির্বাচনের আগে থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবং এবার সেই লড়াইয়ে তিনি পাশে পেলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরেকে৷ বুধবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন তিনি৷ সাফ জানালেন, গণতন্ত্রকে বাঁচানোর স্বার্থে একসঙ্গে লড়বেন তাঁরা৷

[ আরও পড়ুন: চেহারার তুলনায় মাপে ছোট, বাধ্য হয়ে ‘দিদিকে বলো’ টি-শার্ট হাতে সাংবাদিক বৈঠকে পার্থ ]

Advertisement

এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাইরে এসে ইভিএম নিয়ে আশঙ্কা প্রকাশ করেন রাজ ঠাকরে৷ জানান, ‘‘ইভিএম নিয়ে সবার মধ্যেই একটা আশঙ্কা তৈরি হয়েছে৷ সমস্ত উন্নত দেশ ইভিএম ছেড়ে ব্যালটে ভোট করানোর পক্ষে হেঁটেছে৷ আমাদেরও সেই পথেই হাঁটা উচিত৷ গণতন্ত্রকে বাঁচানোর জন্য একসঙ্গে লড়াই করা উচিত৷’’ রাজ ঠাকরে যখন সাংবাদিকদের এই সমস্ত কথা বলছেন, তখন পাশে দাঁড়িয়ে তাঁকে সমর্থন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এরপরই তিনিও বলেন, ‘‘ব্যালটের দাবিতে ২১ জুলাই সভা করেছি আমরা৷ ২১ আগস্ট মুম্বইতে একই রকমের সভা করবে রাজ ঠাকরের দল৷ এখানে আসার আগে রাজ ঠাকরে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন৷ আজ আমার সঙ্গে দেখা করলেন৷ আমরা সবাই ইভিএম নয়, ব্যালট চাই৷’’ এই ইস্যুতে যে আগামিদিনে আন্দোলন আরও জোরদার করবে বিরোধীরা সেই ইঙ্গিতও দেন তৃণমূল নেত্রী৷

Advertisement

[ আরও পড়ুন: সুনীল গঙ্গোপাধ্যায়কে বিশেষ সম্মান, সাহিত্যিকের নামে নামকরণ হচ্ছে কলকাতার এই রাস্তার ]

কয়েক মাসের মধ্যেই মহারাষ্ট্রে হতে চলেছে বিধানসভা নির্বাচন৷ সূত্রের খবর, তখন নবনির্মাণ সেনার প্রচারে অংশগ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ ঠাকরে৷ এবং তাঁর আমন্ত্রণ গ্রহণ করেছেন তৃণমূল সুপ্রিমো৷ রাজনৈতিক মহলের মতে, মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপির দুর্বলতার কথা মাথায় রেখে বিজেপিকে জোর টক্কর দিতে চাইছে এমএনএস৷ এবং সেজন্য আসন্ন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে ঝাঁপাতে চাইছেন রাজ ঠাকরে৷ রাজ্যে বিজেপি বিরোধী প্রধান মুখ হয়ে ওঠার চেষ্টা করছেন বাল ঠাকরের ভাইপো৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ