Advertisement
Advertisement

Breaking News

কাল বিকেল ৩.৩১ মিনিটে বিধায়ক মমতার শপথ

দ্বিতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বিধানসভা ভবন নতুন করে সাজছে৷ রং করা ছাড়াও বেশ কিছু প্রযুক্তিগত পরিবর্তনও করা হয়েছে৷ তবে সরকারপক্ষ গতবারের চেয়ে সংখ্যায় বেশি হওয়ায় ট্রেজারি বেঞ্চে কে কোথায় বসবেন, তা নিয়ে শনিবারই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে তৃণমূল পরিষদীয় দল৷

Today at 3.31 PM
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 27, 2016 10:11 am
  • Updated:June 23, 2022 7:45 pm

কৃষ্ণকুমার দাস: বিধায়ক হিসেবে শনিবার বিকেল ৩.৩১ মিনিটে শপথ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওইদিন কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলার বিধায়করাও শপথ নেবেন৷ সোমবার অন্য সমস্ত জেলার বিধায়করা শপথ নেবেন৷ বৃহস্পতিবার বিধানসভা সূত্রে এ খবর জানা গিয়েছে৷ বিধানসভা ভবনের নৌশাদ আলি হলে শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার জটু লাহিড়ি৷

বিধানসভায় শনি ও সোমবার বিধায়কদের শপথবাক্য শেষ হওয়ার পর মঙ্গলবার স্পিকার নির্বাচন হবে৷ বিদায়ী বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ই যে দ্বিতীয়বার ওই পদে নির্বাচিত হচ্ছেন, তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে মঙ্গলবার কখন এই বিশেষ অধিবেশন বসবে, তা এদিন রাত পর্যন্ত রাজ্যপাল জানাননি৷ শুক্রবার রাজভবন থেকে এ সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি হওয়ার পর মঙ্গলবার স্পিকার নির্বাচন পরিচালনা করবেন প্রোটেম স্পিকার জটু লাহিড়ি৷ প্রত্যেক বিধায়ক সঙ্গে মাত্র দু’জন করে পরিবারের সদস্য আনতে পারবেন৷ কারণ হলঘরের জায়গা খুবই কম৷ অতিরিক্ত কাউকে শপথগ্রহণের সময় নৌশাদ আলি কক্ষে ঢুকতে দেওয়া হবে না বলে এদিনই বিধানসভার নিরাপত্তা আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে৷

Advertisement

দ্বিতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর বিধানসভা ভবন নতুন করে সাজছে৷ রং করা ছাড়াও বেশ কিছু প্রযুক্তিগত পরিবর্তনও করা হয়েছে৷ তবে সরকারপক্ষ গতবারের চেয়ে সংখ্যায় বেশি হওয়ায় ট্রেজারি বেঞ্চে কে কোথায় বসবেন, তা নিয়ে শনিবারই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে তৃণমূল পরিষদীয় দল৷ মুখ্যমন্ত্রী ছাড়াও শনিবার বিধায়ক হিসেবে শপথ নেবেন অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, লক্ষ্মীরতন শুক্লা, ডাঃ শশী পাঁজা, জ্যোতিপ্রিয় মল্লিক, তপন দাশগুপ্ত, অসীমা পাত্র-র মতো মন্ত্রীরা৷ স্বভাবতই শনিবার কলকাতা ও সংলগ্ন চার জেলার বিধায়কদের শপথগ্রহণ ঘিরে কার্যত চাঁদের হাট বসে যাবে বিধানসভা ভবনে৷ মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করলেও বিরোধী দলের সদস্যরা শনিবার শপথ নেবেন কি না, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি৷

Advertisement

তৃণমূল পরিষদীয় দলের তরফে ইতিমধ্যে অধিকাংশ নির্বাচিত জনপ্রতিনিধিরা বিধানসভা ভবনে এসে নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে গিয়েছেন৷ বিধায়কদের শপথগ্রহণ এবং স্পিকার নির্বাচন কর্মসূচি নিয়ে এদিন বিধানসভা ভবনে আলোচনায় বসেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং তাপস রায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ