Advertisement
Advertisement
Kolkata

১০ কোটি টাকা হাতানোর অভিযোগ, আটক কলকাতার নামী স্কুলের সদস্য

অভিযোগ, ২০২০ সাল থেকে ২০২৩ পর্যন্ত স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য থাকাকালীন ১০ কোটি টাকা হাতান কৃষ্ণা ধামালি নামে ধৃত মহিলা।

Trustee Board member of famouse English medium school in Kolkata detained of siphoning Rs 10 crore | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:February 8, 2024 2:45 pm
  • Updated:February 8, 2024 4:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন বছর ধরে ট্রাস্টি বোর্ডের সদস্য থাকার সুযোগে ধীরে ধীরে অ্যাকাউন্ট থেকে টাকা সরাচ্ছিলেন। শেষমেশ অডিটে (Audit) গরমিল হওয়ায় কারণ খুঁজতেই সব ধরা পড়ে যায়। ১০ কোটি টাকা তছরূপের অভিযোগে আটক করা হল কলকাতার (Kolkata) নামী ইংরাজি মাধ্যম স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্যকে। গড়িয়াহাট থানার পুলিশ কৃষ্ণ ধামানি নামে ওই সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আরও একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ২০২০ সাল থেকে ২০২৩ পর্যন্ত বালিগঞ্জের (Ballygaunge)ওই নামী ইংরাজি মাধ্যম স্কুলের ট্রাস্টি বোর্ডের (Trustee Board)সদস্য ছিলেন কৃষ্ণ ধামানি নামে অভিযুক্ত ব্যক্তি। অভিযোগ, এই তিন বছরে স্কুলের অ্যাকাউন্ট থেকে ধীরে ধীরে প্রায় ১০ কোটি টাকা সরিয়ে নিজের অ্যাকাউন্টে রেখেছিলেন। দিন কয়েক আগে স্কুলের অডিট করতে গিয়ে এই গরমিল ধরা পড়ে। এত টাকা নয়ছয়ের ঘটনায় উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ। একাধিক থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের হয়।

Advertisement

[আরও পড়ুন: ৬ বছর পর এনডিএ-তে ‘ঘর ওয়াপসি’ চন্দ্রবাবুর! দক্ষিণে চলছে কোন খেলা?]

তদন্তে নেমে প্রাথমিকভাবে জানা যায়, স্কুলের তহবিল থেকে অর্থ নয়ছয়ের নেপথ্যে রয়েছেন কৃষ্ণ ধামানি নামে ট্রাস্টি বোর্ডের ওই সদস্য। বৃহস্পতিবার তাঁকে আটক করে গড়িয়াহাট থানার পুলিশ। শুরু হয়েছে বিস্তারিত তদন্ত। শহরের নামী ইংরাজি মাধ্যম (English Medium) স্কুলে অর্থ তছরূপের এই ঘটনা তাদের শিক্ষার পরিবেশে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। আর সেই কারণেই দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে তদন্ত শেষ হোক, সেটাই চাইছে তারা।

Advertisement

[আরও পড়ুন: ‘যোগ্যশ্রী’ প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা মমতার, কী বললেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ