Advertisement
Advertisement
SFI Kolkata

দুই নারী! SFI-এর কলকাতা জেলার শীর্ষ পদে এলেন বর্ণনা, দীধিতি

SFI-এর শীর্ষ পদে একসঙ্গে দুই মহিলাকে আনা গোটা দেশেই 'বিরলতম' ঘটনা, গুঞ্জন সংগঠনেই।

Two women appointed as SFI Kolkata chief as rare changes | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 21, 2024 4:04 pm
  • Updated:January 21, 2024 4:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতারাতি বাম ছাত্র সংগঠনের কলকাতা শাখায় বড়সড় বদল। একসঙ্গে শীর্ষ পদে আনা হল দুই নেত্রীকে। কলকাতা জেলার এসএফআইয়ের (SFI) সম্পাদক হলেন দীধিতি রায়, সভাপতি পদে এলেন বর্ণনা মুখোপাধ্যায়। দুজনই উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) জেলার বাসিন্দা। সংগঠনের দুই শীর্ষ পদে একসঙ্গে দুই মহিলা মুখ আনা গোটা দেশেই ‘বিরলতম’ ঘটনা বলেই শোনা যাচ্ছে সংগঠন সূত্রে। সে অর্থে ঐতিহাসিকও। শনিবার রাতে সংগঠনে রদবদল করা হয়েছে। তবে এনিয়ে কলকাতা (Kolkata) জেলা এসএফআইয়ের অন্দরে কিছুটা বিরোধিতাও হয়েছে বলে খবর সূত্রের।

SFI-এর কলকাতা শাখার নতুন সভাপতি বর্ণনা মুখোপাধ্যায়। ছবি: ফেসবুক।

কে এই দীধিতি এবং বর্ণনা? কেন কলকাতার বাম ছাত্র সংগঠনের কাছে এতটা কদর তাঁদের? বিশেষত জেলা থেকে উঠে এসে কলকাতার ছাত্র সংগঠনের এতটা প্রভাবের নেপথ্যে কী? জানা গিয়েছে, দীধিতির বাড়ি রাজারহাটে (Rajarhat)। আর বর্ণনা সোদপুরের (Sodepur) মেয়ে। দুজনেই কলেজ সূত্রের কলকাতার সঙ্গে জড়িত এবং কলকাতার এসএফআই-এর সদস্য। বর্ণনা বঙ্গবাসী কলেজে ইংরাজি নিয়ে পড়াশোনা করেছেন। এখন তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের ছাত্রী। দুজনেই কঠোর পরিশ্রমী বলে পরিচিত। হয়ত সেই কারণেই তাঁদের কাঁধে দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: কমোড লাগবেই! জেলে অদ্ভুত ‘আবদার’ শংকরের]

ওয়াকিবহাল মহলের মত, দুই কন্যাকে নেতৃত্বে এনে ছাত্র সংগঠনের ভোল পালটে ফেলার পাশাপাশি প্রচারেও থাকতে চাইছে সিপিএম (CPM)। এর আগে কণীনিকা ঘোষ বোস ও মধুজা সেনরায় এসএফআই কলকাতা শাখার দায়িত্ব পেয়েছিলেন। তবে তা আলাদা সময়। এভাবে একইসঙ্গে দুই কন্যাকে শীর্ষ পদে আনা SFI-তে এই প্রথম। এদিকে, কলকাতা জেলা এসএফআইয়ের বর্তমান সভাপতি দেবাঞ্জন দে রাজ্য কমিটির পদ পেতে পারেন বলে জল্পনা। সেই কারণেই তাঁর জায়গায় দায়িত্বে আনা হল বর্ণনাকে।

[আরও পড়ুন: ‘দেহ নিতে এখানে এসো’, স্ত্রীকে মেসেজের পরই রেললাইনে দক্ষিণ-পূর্ব রেলকর্তার দেহ উদ্ধারে রহস্য]

সম্প্রতি ব্রিগেডে দলের যুব সংগঠন DYFI-এর ডাকে মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) জনপ্রিয়তা বেশ টের পাওয়া গিয়েছে। তাঁকে ভবিষ্যতের মুখ করে তোলার কথা ভাবছে আলিমুদ্দিন। সেভাবেই দলের প্রতিটি সংগঠনে এভাবেই তরুণ মহিলাদের এগিয়ে দিতে চাইছে সিপিএম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement