Advertisement
Advertisement

Breaking News

VHP

‘সন্তদের উপর আক্রমণ হতে পারে’, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে হাই কোর্টে VHP

বিশ্ব হিন্দু পরিষদের দাবি, মুখ্যমন্ত্রী যে ভাষায় সাধু ও আশ্রমের বিরুদ্ধে মন্তব্য করেছেন তার পর তাঁদের উপর আক্রমণ হবে।

VHP approaches Calcutta HC against Mamata Banerjee
Published by: Paramita Paul
  • Posted:May 22, 2024 1:32 pm
  • Updated:May 22, 2024 1:32 pm

গোবিন্দ রায়: মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর সাধু-সন্তদের উপর আক্রমণ হতে পারে। এই আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করুক কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতির এজলাসে এই আবেদনের শুনানি হবে।

বিশ্ব হিন্দু পরিষদের দাবি, মুখ্যমন্ত্রী যে ভাষায় সাধু ও আশ্রমের বিরুদ্ধে মন্তব্য করেছেন তার পর তাঁদের উপর আক্রমণ হবে। আশঙ্কায় জনস্বার্থ মামলা দায়ের করেছে তারা। এই মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করুক কলকাতা হাই কোর্ট, আর্জি জানিয়েছেন মামলাকারী।

Advertisement

[আরও পড়ুন: নিউটাউনে ‘খুন’ বাংলাদেশের সাংসদ, ৮ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার দেহ]

বিতর্কের সূত্রপাত নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্য। উনি বলেছিলেন, “সব সাধু সমান হন না। এই যে কার্তিক মহারাজ যিনি বলেন তৃণমূলের এজেন্ট বসতে দেবেন না, তাঁদের আমি সাধু বলে মানি না। তিনি সরাসরি রাজনীতি করে দেশটার সর্বনাশ করছেন।” এর পরই নাম করে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন মন্দিরের রাজনীতি যোগ নিয়ে তোপ দাগেন মমতা। যা নিয়ে এখনও উত্তাল বঙ্গ রাজনীতি। এ নিয়ে মন্তব্যের পালটা মন্তব্য চলছে।তার মধ্যে হাই কোর্টের দ্বারস্থ হল বিশ্ব হিন্দু পরিষদ।

Advertisement

[আরও পড়ুন: ‘সম্মানহানি হয়েছে’, কমিশনের ‘নিষেধাজ্ঞা’র বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি অভিজিতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ