Advertisement
Advertisement
Jagdeep Dhankhar

আগে মমতা সরকারের প্রশংসায় পঞ্চমুখ বোস, এবার বিধানসভায় ভাষণ দিতে চান উপরাষ্ট্রপতি ধনকড়

এই ভাষণের ইচ্ছেপ্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।

Vice President Jagdeep Dhankhar wants to address WB assembly
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 11, 2025 5:01 pm
  • Updated:February 11, 2025 6:01 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বাজেটের সূচনা ভাষণে রাজ্য সরকারের প্রশংসা শোনা গিয়েছিল রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এবার রাজ্য বিধানসভায় বক্তব্য রাখার ইচ্ছেপ্রকাশ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তাঁর দূত মারফত স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়ের কাছে এই সংক্রান্ত আবেদন জানিয়েছেন। এই ভাষণের ইচ্ছেপ্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।

দীর্ঘসময় বাংলার রাজ্যপাল পদে ছিলেন বর্তমান উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। সেই সময় রাজ্যের সঙ্গে তাঁর সম্পর্ক বিশেষ সুমধুর ছিল না। একাধিক ইস্যুতে রাজ্যকে আক্রমণ করেছেন তিনি। রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পালটা আক্রমণের পথে হেঁটেছে রাজ্যও। তবে সেসব এখন অতীত। দিন পনেরো আগে দূত মারফত বিধানসভায় ভাষণ রাখার ইচ্ছেপ্রকাশ করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। বিধানসভার তরফে বলা হয়েছে, বিশেষ অধিবেশন ডেকে তাঁর বক্তব্য পেশের ব্য়বস্থা করা হবে। উপরাষ্ট্রপতির প্রতিনিধি জানিয়েছেন, রাজ্য যা চাইবে তিনি তা-ই বলবেন।

Advertisement

প্রসঙ্গত, বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গেও রাজ্যের সম্পর্ক ভালো নয়। বারবার আক্রমণ, পালটা আক্রমণের পথে হেঁটেছেন তাঁরা। এই পরিস্থিতিতে রাজ্যের বাজেট অধিবেশন শুরুর দিনে অন্যরকম ছবি দেখা যায়। রাজ্যপাল সূচনা ভাষণে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন। বিজিবিএসের প্রশংসাও করেছিলেন তিনি। তারপরই এবার রাজ্য বিধানসভায় ভাষণ রাখতে চাইলেন ধনকড়।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement