নব্যেন্দু হাজরা: আবাস যোজনা প্রকল্পে টাকা বিলি নিয়ে কড়া নবান্ন। জালিয়াতি রুখতে বিশেষ ক্যাম্প হবে গ্রাম পঞ্চায়েতে। সেখানে উপভোক্তার পরিচয়-সহ অন্যান্য নথি খতিয়ে দেখা হবে। ঠিক হয়েছে, একাধিক দফায় উপভোক্তাদের পরিচয়-সহ অন্যান্য নথি খতিয়ে দেখে সবশেষে ক্যাম্প থেকে সবুজ সংকেত দেওয়ার পরই আবাস প্রকল্পে বাড়ি তৈরির টাকা পাবেন উপভোক্তারা। এজন্য শুধু বিশেষ পোর্টাল খোলাই নয়, কী কী নিয়ম অনুসরণ করতে হবে ইতিমধ্যে তার তালিকা প্রতিটি বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ইতিমধ্যে নথি দফায় দফায় খতিয়ে দেখার পর উপভোক্তাদের নামের তালিকা তৈরি করেছে প্রশাসন। এবার সেই তালিকা হাতে-কলমে খতিয়ে দেখতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাকা বিলের আগে বিশেষ ক্যাম্প খোলা হবে। সেখানে নিজের নাম, ব্যাঙ্কের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেবেন নির্বাচিত উপভোক্তা। এর পর বিশেষ ওই পোর্টালে উপভোক্তা নামের সঙ্গে তার আধার নম্বরের সংযুক্তিকরণ করবে প্রশাসন। অ্যাপের মাধ্যমে সংযুক্তিকরণ করলে উপভোক্তার পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা রাখা হবে। এই ছাড়াও যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা রয়েছে, সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমেও এই কাজ করা যাবে। সব ঠিকঠাক থাকলে তবেই আবাসের চূড়ান্ত নামের তালিকায় উঠবে সংশ্লিষ্ট ব্যক্তির নাম। এর পর সরাসরি পোর্টাল থেকেই এসএমএস করে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে নির্বাচিত হওয়ার কথা। তা রপর তিনি টাকা পাবেন।
স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা বিলিকে কেন্দ্র করে সম্প্রতি সাইবার কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছিল। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়েই আবাসের টাকা বিলির ক্ষেত্রে সুরক্ষায় বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। ১৫ ই ডিসেম্বরের পর থেকে আবাসের টাকা বিলি করা হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, শীঘ্রই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে পঞ্চায়েত এলাকায় খোলা হবে প্রশাসনের এই বিশেষ ক্যাম্প। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.