নিরুফা খাতুন: ‘উষ্ণ’ ফেব্রুয়ারিতে শীতের আমেজ। একধাক্কায় ৫ ডিগ্রি নামল তিলোত্তমার তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা নামল ১৭ ডিগ্রিতে। সেই সঙ্গে বইছে উত্তুরে হাওয়া। ফলে রাজ্যজুড়ে অনুভূত হচ্ছে শীতের শিরশিরানি। শীতপ্রেমীদের প্রশ্ন, এই আমেজ দীর্ঘস্থায়ী হবে কি? হাওয়া অফিস সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। বাড়বে তাপমাত্রা। ধীরে ধীরে বিদায় নেবে শীত।
হাওয়া অফিস সূত্রে খবর, ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আগামিকাল আরও নামতে পারে পারদ। অর্থাৎ সপ্তাহের শেষে জারি থাকবে শীতের আমেজ। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ছয় জেলা এবং উত্তরবঙ্গের চার জেলায়। বাকি জেলাগুলোতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। বেশি কুয়াশার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। আগামিকাল পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। তবে আগামী সপ্তাহেই শীতের বিদায় পর্ব শুরু। মাঘের শেষ অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝিতে শীত বিদায় নেবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের চার জেলায় শুক্রবার সকালে কুয়াশায় মুড়েছে পথঘাট। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে কমেছে দৃশ্যমানতা। বাকি জেলায় ছিল হালকা কুয়াশা। বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। প্রসঙ্গত, অতি ঘন কুয়াশার চাদরে মুড়েছে ওড়িশা, হিমাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.