সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর এগিয়ে আসছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2024)। অন্যান্য বছর মার্চ মাসে শুরু হয় দ্বাদশ শ্রেণির পরীক্ষা। কিন্তু আগামী বছর ফেব্রুয়ারিতে শুরু হবে পরীক্ষা। বদলে যাচ্ছে পরীক্ষার সময়ও। উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের দিনই আগামী বছর সূচি জানিয়ে দিল সংসদ।
পরীক্ষা শুরু হচ্ছে ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্যবার পরীক্ষা শুরু হত বেলা ১০টায়। এবার পরীক্ষা শুরুর সময় বদল হচ্ছে। শুরু হবে বেলা ১২টায়। শেষ হবে ৩টে ১৫ মিনিটে।
জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার পূর্ণাঙ্গ সূচিও।
এদিন সংসদের তরফে জানানো হয়েছে, আগামী বছর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি, প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব স্কুলগুলির। শুধুমাত্র বার্ষিক পরীক্ষার ফল সংসদের ওয়েবসাইটে আপডেট করে দিতে হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.