নব্যেন্দু হাজরা: পুজোর আগে মেট্রো যাত্রীদের জন্য সুখবর। সেপ্টেম্বরের মধ্যেই ২৪টি স্টেশনে বসছে ওয়াইফাই। ইতিমধ্যেই বেশ কয়েকটি স্টেশনে ওয়াইফাই পরিষেবা চালু হয়ে গিয়েছে। মেট্রো রেল সূত্রে খবর, পুজোর আগেই সবকটি স্টেশনে এই পরিষেবা মিলবে। আর খুব সহজেই পাওয়া যাবে এই পরিষেবা। কোনও পাসওয়ার্ড লাগবে না। শুধুমাত্র মোবাইল নম্বর দিলেই ওটিপি যাবে। তার ভিত্তিতেই ওয়াইফাই
বিনামূল্যে ব্যবহার করতে পারবেন যাত্রীরা।
[ আরও পড়ুন : মানসিক অবসাদে আত্মহত্যা নাকি অন্য কিছু, পুলিশকর্মীর মৃত্যুর কারণে ধোঁয়াশা]
কলকাতা মেট্রোর সুরক্ষা নিয়ে হাজারও অভিযোগের মাঝেও উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর মেট্রো রেল। যার মধ্যে উল্লেখযোগ্য প্রতিটি স্টেশনে সিসিটিভির নজরদারি, উৎসবের মরশুমে বাড়তি মেট্রো চালানো, ওয়াইফাই পরিষেবা এবং বেশ কয়েকটি মেট্রো স্টেশনে কর্মীদের শৌচালয়গুলি প্রয়োজনে যাত্রীদের জন্য খুলে দেওয়া। এর মধ্যেই এই প্রকল্পগুলির বেশ কয়েকটি ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে। প্রান্তিক স্টেশন কবি সুভাষ ছাড়াও কবি নজরুল, নেতাজি ভবন, গীতাঞ্জলি,শহিদ ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, মহানায়ক উত্তম কুমার, কবি নজরুলে ওয়াইফাই পরিষেবা চালু হয়ে গিয়েছে। মেট্রো সূত্রে খবর, অন্যান্য ২৪টি স্টেশনেও সেপ্টেম্বরের মধ্যেই ওয়াইফাই পরিষেবা মিলবে। পুজোর আগে এই খবরে স্বভাবতই খুশি যাত্রীরা।
এমনিতেই পাতালে প্রবেশ করলে মোবাইলের টাওয়ার মেলে না, কথা বলা যায় না, এধরনের বহু অভিযোগে বরাবর সরব মেট্রো যাত্রীরা। সেসব অভিযোগ খারিজ করতে এই ওয়াইফাই পরিষেবা চালুর ভাবনা। পুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বরের শেষেই সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে মেট্রো রেল সূত্রে খবর। অক্টোবরের গোড়াতেই পুজো। তাই পুজোর সময়ে যাতায়াতের সুবিধার জন্য মেট্রো ব্যবহারকারীরাও খুব সহজেই
পাতালপথেও সমস্ত পরিষেবার সুযোগ পাবেন। মেট্রোর এই সিদ্ধান্তে যাত্রীরা খুশি হলেও, অনেকেই প্রশ্ন তুলছেন। মেট্রোর নিরাপত্তাই যেখানে এখনও নড়বড়ে, সেখানে নিরপত্তায় নজর না দিয়ে কেন ওয়াইফাই বসানোর কাজে ব্যয় করা হচ্ছে? অনেকের মতে, কলকাতা শহরে মেট্রো এখন একেবারেই দৈনন্দিন প্রয়োজনের একটা অংশ। সেখানে সুরক্ষা নিশ্চিত না করে এই পরিষেবা চালু করা নিতান্তই বিলাসিতা।