Advertisement
Advertisement
Firhad Hakim

‘আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে আত্মাহুতি দেব, ED-CBI লাগবে না’, ফের সুর চড়ালেন ফিরহাদ

পার্কিং নিয়ে বড় ঘোষণা করলেন ফিরহাদ।

Will leave everything if proven guilty, says Firhad Hakim | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 10, 2023 2:37 pm
  • Updated:June 1, 2023 4:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক দুর্নীতির অভিযোগে শাসকদলের নেতাদের বারবার বিদ্ধ করছে বিরোধীরা। এরই মাঝে দুর্নীতি প্রসঙ্গে মুখ খুললেন ফিরহাদ হাকিম ( Firhad Hakim)। বললেন, “আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারলে আত্মহুতি দেব।” পাশাপাশি পার্কিং নিয়ে বড় ঘোষণা করলেন ফিরহাদ।

নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য। একের পর এক কাঠগড়ায় উঠছেন তৃণমূল ঘনিষ্ঠরা। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যিনি তৃণমূলের মহাসচিব ছিলেন। ফলত এই ঘটনার পর থেকেই তৃণমূল নেতাদের দিকে আঙুল তুলছেন বিরোধীরা। কার্যত কেউই ছাড় পাচ্ছেন না। অনেকেই পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও নিশানা করছেন। এই পরিস্থিতিতে দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী। বললেন, “বিরোধীরা অনেক কিছু বলে। আমি সেসবে গুরুত্ব দিই না। আমার বিরুদ্ধে যদি কেউ দুর্নীতি প্রমাণ করতে পারেন তাহলে আত্মাহুতি দেব। কোনও ইডি-সিবিআই লাগবে না।”

Advertisement

[আরও পড়ুন: বাইক ও ডাম্পারের ধাক্কায় ২ বিজেপি নেতার মৃত্যু, নিছক দুর্ঘটনা মানতে নারাজ পদ্মশিবির]

এর পাশাপাশি সোমবার পার্কিং নিয়ে বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ফিরহাদ হাকিম। তিনি জানান, এবার থেকে পার্কিংয়ের ক্ষেত্রে আর ফিজিক্যাল টেন্ডার হবে না। ই-টেন্ডার পদ্ধতিতে কাজ হবে। কারণ হিসেবে মন্ত্রী জানিয়েছেন, ফিজিক্যাল টেন্ডারের ক্ষেত্রে একাধিক অভিযোগ আসে, তাই এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, দিন কয়েক আগে পার্কিং ফি বৃদ্ধি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছে কলকাতা পুরসভাকে। তারপর ফিরহাদের এই ঘোষণা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

Advertisement

[আরও পড়ুন: অনুব্রত গড়ে নজর বিজেপির, সিউড়িতে সভা করতে নববর্ষের আগেই বাংলায় অমিত শাহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ