Advertisement
Advertisement

সাউথ সিটির বহুতল থেকে ফের মরণঝাঁপ, ঘটনাস্থলেই মৃত্যু মহিলার

ক্রমেই যেন সুইসাইড পয়েন্ট হয়ে উঠছে শহরের অন্যতম এই উঁচু নির্মাণ।

Woman leaps to death from 6th floor of South City Mall
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 17, 2018 2:47 pm
  • Updated:March 17, 2018 2:47 pm

স্টাফ রিপোর্টার: ফের সাউথ সিটি থেকে মরণঝাঁপ!

শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ সাউথ সিটির তিন নম্বর টাওয়ার থেকে ঝাঁপ দেন সোনালি আইকত নামে এক মহিলা। তিনি তিন নম্বর টাওয়ারের ১৭ তলায় থাকতেন বলে জানা গিয়েছে। এদিন সকালে তিন নম্বর টাওয়ারের নিচে কর্মরত প্রহরীরা হঠাৎই একটি আওয়াজ শুনতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে গিয়ে দেখেন ওই মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এরপর তাঁরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। খবর দেওয়া হয় যাদবপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisement

[শহরে রহস্যজনকভাবে মৃত সিরিয়ার পাইলট, তদন্তে পুলিশ]

পুলিশ সূত্রে খবর, সাউথ সিটির তিন নম্বর টাওয়ারে ১৭ তলায় একাই থাকতেন ওই মহিলা। তাঁর বয়স আনুমানিক ৪০। তবে এটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। দীর্ঘদিন ধরে একাকিত্ব ও চূড়ান্ত হতাশার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট এলে গোটা বিষয়টি পরিষ্কার হবে। তবে ক্রমেই যেন সুইসাইড পয়েন্ট হয়ে উঠছে শহরের অন্যতম এই উঁচু নির্মাণ।

Advertisement

এর আগেও সাউথ সিটি থেকে ঝাঁপ দিয়ে একাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। বছর কয়েক আগে দুই মেয়েকে নিয়ে ৩৬ তলা থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছিলেন মা অমিতা মুখোপাধ্যায়। পুলিশি তদন্তে উঠে আসে অমিতা ও তাঁর দুই মেয়ে খেয়া ও মুকুতা দীর্ঘদিন ধরেই চূড়ান্ত মানসিক অবসাদে ভুগছিলেন। তা থেকেই আত্মহত্যা। ঘর থেকে উদ্ধার হয় সুইসাইড নোটও। এর কয়েক দিন পরই সাউথ সিটির ২০ তলা থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করেন বছর পঞ্চান্নর এক ব্যক্তি। সেবারও উদ্ধার হয়েছিল সুইসাইড নোট। এর পরের বছর সাউথ সিটির ২০ তলা থেকে ঝাঁপ মারেন এক তরুণী। পরে পুলিশ জানতে পারে ওই তরুণী মানসিক অবসাদে ভুগছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে শহরের সবথেকে উচ্চবিত্ত সাউথ সিটিতে কেন বারবার আত্মহত্যা! কীসের অভাব? নিরাপত্তাই বা কোথায়?

[ট্রেনে ঝুলন্ত দেহ, জিআরপিকে খবর না দিয়ে স্টেশনেই মৃতকে ফেলে দিলেন গার্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ