Advertisement
Advertisement

Breaking News

সন্দীপ ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি, উদ্ধার বিপুল নগদ, মিলল ৫ কোটির সোনাও

বিপুল সম্পদ কি ব্যবসায়ীর আয় বর্হিভূত? খুঁজে দেখছেন ইডি আধিকারিকরা।

Worth 5 crore gold seized from Salt lake by ED
Published by: Paramita Paul
  • Posted:September 8, 2024 2:07 pm
  • Updated:September 8, 2024 2:19 pm

অর্ণব আইচ: আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল ইডি। সূত্রের দাবি, সল্টলেক নিবাসী ব্যবসায়ীর বাড়িতে ম্যারাথন তল্লাশি চালিয়ে বিপুল নগদ ও প্রায় ৭ কেজি সোনা উদ্ধার করেন তদন্তকারীরা। সেই বিপুল সম্পদ কি ব্যবসায়ীর আয় বর্হিভূত? খুঁজে দেখছেন ইডি আধিকারিকরা।

শুক্রবার সন্ধেয় সল্টলেকের বি ই ব্লকের বাসিন্দা স্বপন সাহার বাড়িতে অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, ওই ব্যবসায়ী সন্দীপ ঘনিষ্ঠ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই স্বপন সাহার হদিশ পান তদন্তকারীরা। চলে ম্যারাথন তল্লাশি। সূত্রের খবর, বিপুল নগদ উদ্ধার হয়েছে। মিলেছে সোনাও। উদ্ধার হওয়া সাত কেজি সোনার বাজারমূল্য অন্তত ৫ কোটি টাকা। এই সমস্ত স্বপন সাহার আয় বহির্ভূত কি না তা খতিয়ে দেখছে পুলিশ। বিপুল অঙ্কের টাকা ও কোটি-কোটি টাকার সোনা কেন একজন ব্যবসায়ীর বাড়িতে রাখা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁর পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ চলছে।

Advertisement

[আরও পড়ুন: ভারতে থাকা নিয়ে অনিশ্চয়তা! ‘এদেশ ছাড়তে হলে মরেই যাব’, বলছেন লেখিকা]

উল্লেখ্য, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুর্নীতির হদিশ মিলতেই তদন্তে নেমেছে ইডি ও সিবিআই। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একের পর এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এর মধ্যে দুই ভেন্ডার সুমন হাজরা এবং বিপ্লব সিংকে গ্রেপ্তার করেছে সিবিআই। আরও চারজনকে গ্রেপ্তার করা হতে পারে বলে আদালতে জানিয়েছে সিবিআই। এর পর সল্টলেকের ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ইডি। 

[আরও পড়ুন: সিরাজদৌল্লা নয়, ভোগবিলাসে মত্ত এই মোঘল সম্রাটই খাল কেটে ব্রিটিশদের ভারত আনেন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement