Advertisement
Advertisement

‘ব়্যানসমওয়্যার’-এর হাত থেকে বাঁচতে কী কী সতর্কতা নেবেন?

সাবধানের মার নেই৷ তাই এখনই এই উপায়গুলি জেনে রাখুন৷

5 must know tips to stay safe from Ransomware Attack
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2017 1:50 pm
  • Updated:May 15, 2017 1:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কদাবানলের থেকেও দ্রুত৷ পরমাণু অস্ত্রের থেকেও মারাত্মক৷ দিকে দিকে ছড়িয়ে পড়ছে৷ কেউ জানে না কখন কোথায় চুপিসাড়ে হামলা করে দিচ্ছে৷ গোটা বিশ্বেই এখন আতঙ্কের নয়া নাম ‘ব়্যানসমওয়্যার’৷ শোনা যাচ্ছে, ভয়ঙ্কর এই ভাইরাস হামলার এই আঁচ থেকে বাদ যায়নি ভারত তথা পশ্চিমবঙ্গও৷ আতঙ্কের পরিবেশ গোটা রাজ্য জুড়ে৷ মেদিনীপুর, বেলদা, দাঁতন থেকে নারায়ণগড়- একের পর এক স্থান থেকে আশঙ্কার খবর মিলছে৷ মারাত্মক এই ভাইরাসের হাত থেকে বাদ নেই ব্যক্তিগত ডেস্কটপ, ল্যাপটপগুলিও৷ তাই আগে থেকেই সাবধান হোন৷ জেনে রাখুন এমন কিছু উপায়৷ যার মাধ্যমে আপনি ও আপনার ইন্টারনেট পরিষেবা থাকবে সুরক্ষিত৷ বিশেষজ্ঞরা বলছেন –

[এবার কি রাজ্যেও হানা দিল ‘র‍্যানসমওয়্যার’ ভাইরাস?]

Advertisement

ransomware-1024x598

Advertisement

১)  অবিলম্বে নিজের অপারেটিং সিস্টেম আপগ্রেড করুন৷ কারণ দেশ-বিদেশের খবর অনুযায়ী যা জানা যাচ্ছে, তা থেকে বলা যায় ভাইরাসের সবচেয়ে বেশি আক্রমণ হয়েছে পুরনো অপারেটিং সিস্টেমগুলি থেকেই৷

২) অনেকেই কম্পিউটার কিংবা ল্যাপটপে অ্যান্টি-ভাইরাস ব্যবহার করেন না৷ করলেও পাইরেটেড ভার্সনই ব্যবহার করেন৷ ছোট-বড় অনেক কোম্পানির মধ্যেও টাকা বাঁচানোর জন্য এই প্রবণতা দেখতে পাওয়া যায়৷ কিন্তু কিছু টাকা বাঁচাতে গিয়ে আপনার সর্বস্বই চলে যেতে পারে৷ তাই সাবধানের মার নেই৷ আর তার জন্য অ্যান্টি-ভাইরাসের কোনও পরিবর্ত নেই৷

৩) নিজের যে সমস্ত গুরুত্বপূর্ণ নথি বা তথ্যগুলি রয়েছে সেগুলির অফলাইন ব্যাকআপ অবশ্যই রাখবেন৷ আর অনেকেই ব্যাকআপ সফটওয়্যারটি আপগ্রেড করেন না৷ আপনি যদি সে দলে থাকবেন তবে অবিলম্বে নিজের ব্যাকআপ সুরক্ষিত রাখতে আপগ্রেড করে ফেলুন ব্যাকআপ সফটওয়্যার৷ তাহলে কম্পিউটার বা ল্যাপটপ ফরম্যাট করার প্রয়োজন পড়লেও নিশ্চিন্তে থাকা যাবে৷

৪) অচেনা কাউকে লিঙ্ক পাঠাবেন না৷ আবার অচেনা কোনও লিঙ্কে নিজেও ক্লিক করেও বসবেন না৷ শোনা যাচ্ছে, মেইল থেকে ফাইল ডাউনলোড করার সময়ই নাকি সবচেয়ে বেশি আক্রমণ শানাচ্ছে এই ব়্যানসমওয়্যার৷ .exe ফাইল থেকেও সাবধান থাকতে বলছেন বিশেষজ্ঞরা৷

৫) পুরো সিস্টেমকে টার্গেট করছে এই ভাইরাস৷ তাই যদি বুঝতে পারেন আপনার কম্পিউটার, ল্যাপটপ কিংবা স্মার্টফোনে ভাইরাস থাবা বসিয়েছে৷ তাহলে পুরো সিস্টেম থেকে ইন্টারনেট সংযোগ অবিলম্বে বিচ্ছিন্ন করে দিন৷

[চর্মরোগ নেই, প্রমাণ দিতে বিয়ের আসরেই নগ্ন কনে]

কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদের কথা অনুযায়ী অবশ্য ভারতে তেমনভাবে প্রভাব ফেলেনি ব়্যানসমওয়্যার৷ তবে দেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই ভাইরাস আক্রমণের খবর আসছে৷ আর তাতে আতঙ্ক ছড়িয়েছে দ্বিগুণ হারে৷ তাই সাবধান থাকুন, আর সুরক্ষিত থাকুন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ