Advertisement
Advertisement

Breaking News

Valentine's day

Valentine’s day: ভালবাসা থাকুক ৩৬৫ দিন, প্রেমদিবসে না হয় একটু বেশি! কীভাবে? রইল টিপস

প্রেমে পড়া সহজ, কিন্তু প্রেম বয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন ৷

Celebrate your valentines day with your love one| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 13, 2023 8:26 pm
  • Updated:February 13, 2023 8:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম হোক রোজ রোজ। প্রেম থাকুক ৩৬৫ দিন। সকাল থেকে বিকেল থাকুক, সন্ধে থেকে রাত। পঞ্জিকা দেখে কি আর প্রেম হয়, প্রেম টেকে? পুরো ব্যাপারটাই তো জুটির হাতে ও মনে। ভরপুর প্রেম থাকলে জীবনের অনেক কঠিন সময়ই সহজ হয়ে যায়। তাই প্রেম করুন নির্ভেজাল।

প্রেমদিবস তথা ভ্যালেন্টাইনস ডে যাঁরা মানেন, তাঁরা তো মন প্রাণ ঢেলেই দেন ৷ আর যাঁদের মনে ভ্যালেন্টাইনস ডে নিয়ে নানা কচকচি, তাঁদের কিন্তু একটাই মত, প্রেমের আবার দিন হয় নাকি! বিশ্বাসই আসল, তর্ক নিয়ে যায় বহুদূর। যদি ভাবা যায় একটু অন্যরকমভাবে, তাহলে তাহলে দাঁড়ায়, প্রেম হোক, প্রেম থাকুক, প্রেম করুন প্রতিটি দিন ৷ আর প্রেম দিবসে না হয় একটু বেশি ৷ কীভাবে? চটপট পড়ে ফেলুন।

Advertisement

১) প্রেম যদি একেবারেই হয় নতুন ৷ তাহলে প্রেমদিবসে ব্যাপারটা একটু বেশিই গুরুত্বের ৷ কারণ, আপনি আপনার ভালবাসার মানুষটি ভালবাসেন কতটা, তা দেখানো তো একটা কায়দা চাই ! সেই কায়দার নামই হল ‘ভি ডে’৷

Advertisement

২) প্রেম মাপার কোনও ইউনিট হয় না ৷ বার বার আই লাভ ইউ বললেই ষোলকলা পূরণ, ব্যাপারটা সেরকমও নয় ৷ ব্যস্ত দুনিয়ায় প্রিয় মানুষকে পুরোটা সময় দেওয়াই আসল প্রেম ! আর সেই মুহূর্তটাই সারা জীবনের পুঁজি! তাই সময় রাখুন প্রেমের জন্য। সময় রাখুন প্রিয় মানুষের জন্য।

[আরও পড়ুন: চরম মুহূর্তে কন্ডোম জড়ানো আস্ত কলা খেয়ে ফেললেন যুবক! তারপর…]

৩) উপহার দিন অবশ্যই ৷ তা গোলাপ হোক বা চকোলেট ৷ কিংবা দামি জিনিস ৷ কিন্তু সঙ্গে যেন থাকে আপনার ভালবাসার ছোঁয়া ৷ কারণ, আজকের দেওয়া উপহার, কাল পুরনো ৷ প্রেমকে পুরনো হতে দেবেন না ৷ বরং চেষ্টা করুন রোজ রিফ্রেশ করতে।

৪) মনের যেমন বয়স হয় না ৷ তেমনই প্রেমেরও হয় না বয়স ৷ একসঙ্গে থাকার বছর গুলো যদি অনেক হয়, তাহলে প্রেম দিবসে সেই বিষয়কেই সেলিব্রেট করুন সবচেয়ে বেশি ৷ ‘প্রেম দিবস’- না হয় থাকুক সেকেন্ডারি ৷

৫) প্রেমদিবস মানে আপনার প্রেমে রিফ্রেস ক্লিক ৷ ঝগড়া, মনোমালিন্য ভুলে প্রেম দিবসটাকে একেবারে নিজেদের মতো করে মেতে উঠুন ৷ যদি কোনও খেদ থাকে ৷ থাকুক না তা পড়ে ৷ প্রেমে একটু বিরোহ না থাকলে প্রেম কিন্তু একেবারেই জমবে না ৷

Try this idea to propose your loved one

৬) ভিড়ের জায়গায় না গিয়ে প্রেম দিবসে একটু ফাঁকা মনের মতো জায়গা বেছে নিন ৷ আর আপনি যদি ভিড়ে থেকেও একলা হতে পারেন, তাহলে বেস্ট প্রেমিকের খেতাব আপনারই মাথাতেই উঠবে ৷

৭) প্রেমে পড়া সহজ, কিন্তু প্রেম বয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন ৷ তাই ভালেবাসাকে ভালবাসতে শিখুন ৷ তাহলেই দেখবেন গোটা বছর আপনার প্রেম দিবস। কী মনে থাকবে তো?

[আরও পড়ুন: ভিডিও কলে অচেনা তরুণীর সামনে নগ্ন হতেই সর্বনাশ! কোটি কোটি টাকা খোওয়ালেন ব্যবসায়ী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ