BREAKING NEWS

১৩ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ২৮ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

রূপচর্চায় কলাপাতার জুড়ি মেলা ভার, গুণ জানলে অবাক হবেন

Published by: Suparna Majumder |    Posted: November 26, 2020 9:25 pm|    Updated: November 26, 2020 9:25 pm

Beauty tips in Bangla: Here are some unbelievable beauty benefits of Banana Leaves | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতির অন্দরমহল যেন কোনও মন্দিরের গুপ্ত দরজার মতো। এমন সব মণি-মুক্ত লুকিয়ে থাকে, গোটা এক জীবনে তার হদিশ পাওয়া প্রায় অসম্ভব। আবার আমাদের চোখের সামনে এমন অনেক উপাদান রয়েছে, যার গুণ অপরিসীম। জানলে মানবেন, মানলে বুঝবেন। তবেই প্রকৃতির দান মুক্তহস্তে গ্রহণ করতে পারবেন। তাই আজ জানুন কলা তার (Banana leaves) গুণের বৃত্তান্ত। খাবারের পাত্র হিসেবেই কলাপাতার বেশি ব্যবহার, অনেকে আবার রান্নার মাধ্যম হিসেবেও ব্যবহার করেন। তবে এই কলাপাতাই আপনার ত্বক ও চুলের ক্ষেত্রে দারুণ উপকারী। জানলে অবাক হবেন।

১) সবুজ কলাপাতার আস্তরণ আপনার শরীরকে ক্ষতিকারক UV রশ্মি থেকে বাঁচায়। এর স্নিগ্ধতা আপনার শরীরের প্রতিটি কোষকে আরাম দেয়।

২) কলাপাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা স্কিন ড্যামেজকে আটকে দেয়। বর্তমান জীবনের ইঁদুরদৌড়ে যৌবনের বয়স কমে আসছে। অকালেই ত্বকে ভাঁজ পড়ছে। তা আটকাতে সাহায্য করে কলাপাতার ফেসপ্যাক।

[আরও পড়ুন: টোনার নিয়ে এই ৫ ভুল ধারণা আপনারও আছে? ত্বকের যত্ন নেওয়ার আগে সাবধান হোন]

৩) অ্যালানটয়েন (Allantoin) নামে এক যৌগ থাকে কলাপাতার মধ্যে। এর ফলে প্রাণী শরীরে নাইট্রোজেন মেটাবলিজম তৈরি হয়। তা ত্বকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৪) ত্বকের ট্যান কমাতে সক্ষম কলাপাতার ফেসপ্যাক। এতে ক্ষত সারানোর ক্ষমতাও রয়েছে। এগজিমার মতো চর্মরোগও সারায় এই পাতা।

৫) চুলের খুশকি সমস্যার সমাধানেও কলা পাতার জুড়ি মেলা ভার। এতে চুলের গোড়ার চুলকানি ভাবও কমে যায়। কলাপাতা শীতল। সেই কারণে তা মাথায় ব্যবহার করলে আরাম পাওয়া যায়। পাশাপাশি মাথাও ঠান্ডা করে। এতে চিন্তা শক্তি বাড়ে। নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা পাওয়া যায়। যাঁদের ঘুমের সমস্যা রয়েছে, তাঁরাও কলাপাতা ব্যবহার করে উপকার পাবেন।

[আরও পড়ুন: পেয়ারা পাতার জাদুতেই মুক্তি পাবেন চুল পড়ার সমস্যা থেকে, কীভাবে জানেন?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে