সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারীর তাণ্ডবে বন্ধুদের সঙ্গে হ্যাংআউট কিংবা ঘুরতে যাওয়া এখন স্বপ্ন! ডেটিং কিংবা কোনও অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগেও দু’বার ভাবতে হয়। কিন্তু তাই বলে কী ত্বকের যত্ন নেওয়া ছেড়ে দেবেন? তা তো নয়। পার্লারে না গিয়েও মুখের কালো দাগ কিংবা হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে পারবেন একনিমেষেই। ত্বকের জেল্লা ফেরানোর উপকরণটি রয়েছে আপনার হাতের সামনেই। শুধু সেটি টপ করে মুখে না পুরে বানিয়ে ফেলতে হবে ফেসপ্যাক। উপকরণটি হল চকোলেট (Chocolate)।
চকোলেটের নাম শুনলেই যেমন জিভে আসে জল, তেমনি রুপচর্চার ক্ষেত্রেও খুবই উপকারী এটি। এর মধ্যে রয়েছে ফাইটোকেমিক্যালের মতো পলিফেনল, যার মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। যা ত্বকের কোমলভাব সুরক্ষিত রাখে। শুধু তাই নয়, চকোলেটে থাকা বিভিন্ন উপাদান সহজেই ত্বককে উজ্জ্বল করে তোলে। বলিরেখা থেকেও মুক্তি দেয়। তাই খাওয়ার পাশাপাশি রুপচর্চার ক্ষেত্রেও আজকাল চকোলেটের ব্যবহার বেড়েছে।
এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, কীভাবে রূপচর্চার কাজে লাগাবেন এই অতি লোভনীয় ডেসার্টটিকে? খুব সহজ। বাড়িতে বসেই বানিয়ে ফেলুন চকো-প্যাক। বাজারে নানরকম চকোলেট ফেসপ্যাক পাওয়া যায় ঠিকই। তবে বাড়ির তৈরি প্যাক ব্যবহার নিঃসন্দেহে বেশি উপকারী। রূপচর্চায় চকোলেট ব্যবহারের তিনটি পদ্ধতি রয়েছে।
কোকো-সমৃদ্ধ ফেসপ্যাকের সাহায্যে সেলুলার মেটাবলিক প্রক্রিয়ায় (cellular metabolic process) বলিরেখা দূর হয়। একইসঙ্গে এটি ত্বকের মধ্যে ব্যাকটেরিয়াকে বিনাশ করে কালো ছোপ তুলতে সাহায্য করে। ফিরে আসে হারানো জেল্লা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.