Advertisement
Advertisement
Diwali 2023

দিওয়ালিতে হবু মায়েরা কীভাবে সাজবেন? ম্যাটারনিটি ফ্যাশন টিপস নিন শুভশ্রীর কাছে

রইল দীপাবলির ট্রেন্ডি সাজপোশাকের টিপস।

Diwali 2023: Maternity Fashion tips for pregnant woman | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:November 9, 2023 5:46 pm
  • Updated:November 9, 2023 5:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো গেলেও বাঙালির উৎসব কিন্তু এখনও শেষ হয়নি। রেশ চলবে কালীপুজো অবধি। বারো মাসে যেমন তেরো পার্বণ, তেমনি প্রতি পার্বণে হাল ফ্যাশনের নতুন পোশাক না হলে জমবে নাকি? আলবাৎ না! কিন্তু উৎসবের মরসুমের এই সেকেন্ড ইনিংসে কীভাবে দুর্গাপুজোর থেকে আলাদা সাজবেন? সেই টিপস রইল সংবাদ প্রতিদিন ডট ইন-এ।

অন্তঃসত্ত্বারা অনেক সময়েই ভাবেন কোন পোশাক তাদের মানাবে কিংবা কোন পোশাকে জমবে উৎসবের মরশুম। সেক্ষেত্রে কিন্তু টলিউড নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় বারবার ট্রেন্ড সেট করে এসেছেন। ঠিক যতটা আত্মবিশ্বাসী তিনি, ততটাই ফ্যাশনিস্তা। মাতৃত্বকালীন গ্ল্যামারও যেন ঠিকরে পড়ছে তাঁর চেহেরা থেকে।

Advertisement

[আরও পড়ুন: রংবাহারি ফুলে চুলের বাহার? দীপাবলির কেশসজ্জার টিপস নিন স্বস্তিকার কাছে]

এইসময়ে সাজপোশাকের ক্ষেত্রে সবথেকে আগে যেটা মাথায় রাখবেন, সেটা হল কমফর্ট। আপনি যে পোশাক পরে অনেকক্ষণ থাকতে পারবেন, সেই পোশাক বেছে নিন। খুব ডার্ক মেকআপ করবেন না। পোশাক জমকালো বাছলে বেবিবাম্প খুব একটা নজরে আসে না সাধারণত। কিংবা আপনি যদি বাম্প ফ্লন্ট করতে চান, সেটাও করতে পারেন। এমন কোনও ম্যাটেরিয়ালের পোশাক পরবেন না, যেটাতে আপনার ত্বকে এলার্জি হতে পারে বা ব়্যাশ বেরতে পারে।

Advertisement

এছাড়াও টাইট পোশাক এইসময়ে একেবারে নৈব নৈব চ! তাই ঢিলেঢালা পোশাকেই বাজিমাত হোক দিওয়ালির সন্ধে। ফ্যাশনে আনারকলি কিংবা লেহেঙ্গা চোলি সবসময়েই ইন! আপনিও পছন্দের রঙে এহেন কোনও পোশাক বেছে নিন। এতে চোলি বা ওড়না একদিকে রেখে বাম্প ঢাকতে পারেন। একটু বেশি ঘেরওয়ালা আনারকলিও বেছে নিতে পারেন। তবে জমকালো পোশাক হলে মেকআপ রাখুন মিনিমাল। চুল খোলাও রাখতে পারেন। কিংবা খোঁপা বা বিনুনি করে ফুলেও সাজাতে পারেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ