Advertisement
Advertisement

Breaking News

বদলান অভ্যাস, পোশাক-গয়না বাছার ক্ষেত্রে এসব ভুল ভুলেও করবেন না

এই টিপস মেনে চললে ভিড়ের মাঝে আপনি মধ্যমণি হয়ে উঠতে বাধ্য৷

Don't make this fashion mistake
Published by: Sayani Sen
  • Posted:January 1, 2019 9:41 pm
  • Updated:January 1, 2019 9:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে সুন্দরের জয় সর্বত্র৷ আর এই আপ্তবাক্যকে মাথায় রেখে সাজগোজ নিয়ে কতই না ভাবনাচিন্তা করি আমরা৷ কোন স্টাইলের পোশাক পরব, কী রং মানাবে, এই নিয়ে ভাবতেই থাকি সবসময়৷ আর হাতে স্মার্টফোন থাকা মানে তো কথাই নেই৷ সবসময় একের পর এক অনলাইন কেনাকাটার সাইটে নজর থাকে অধিকাংশ মহিলার৷ কিন্তু তারপরেও জানেন কি এই ভুলগুলির জন্য গোটা সাজগোজই মাটি হতে আপনার? নতুন বছরের শুরুতেই বরং বদলে ফেলুন এই অভ্যাসগুলি৷

এখন ফ্লোরাল টপ কিংবা পালাজো ফ্যাশনে ইন৷ নতুন এই ডিজাইন আপনার ভাল লাগুক আর না লাগুক, ভাবছেন ফ্যাশনে ইন মানে আপনাকে তা পরতেই হবে৷ ফ্লোরাল টপ, ফ্লোরাল পালাজো একসঙ্গে পরলেন আর সকলের মন জয় করে ফেললেন তা কখনওই সম্ভব নয়৷ এই ভাবনাচিন্তা বদলানোর সময় এসেছে৷ একইরকম পোশাকে আপনার সাজগোজ মাটি হতে পারে৷ তাই ফ্লোরাল প্রিন্টের টপের সঙ্গে বাছুন সলিড রংয়ের পালাজো৷ আবার ফ্লোরাল পালাজোর সঙ্গে বেছে নিন এক রংয়ের কোনও টপ৷ তাতে অনেক বেশি নজরকাড়া হয়ে উঠতে পারেন আপনি৷

Advertisement

PALAZO

Advertisement

[জানেন, স্নানের ধরনই বলে দিতে পারে আপনার ব্যক্তিত্ব?]

ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন৷ আর সেই সময় আপনি দেখলেন রাস্তার পাশের একটি দোকানে ঝুলছে একটি টপ৷ সঙ্গে সঙ্গে আপনার মন বলতে শুরু করল ওই টপটাই চাই৷ প্রথমে মনকে বোঝানোর চেষ্টা করলেন কিনবেন না কিন্তু পরক্ষণেই মনে হল কিনেই ফেলি৷ ব্যস! যেমন ভাবা, তেমনই কাজ৷ সঙ্গে সঙ্গে কিনে ফেললেন ওই পোশাকটি৷ এই অভ্যাস কিন্তু মোটেও ভাল না৷ এই অভ্যাসের জন্য প্রশংসা তো দুরস্ত সমালোচনাও জুটতে পারে আপনার কপালে৷ নতুন বছরে মনপসন্দ নয়, মানানসই পোশাকের দিকেই নজর দিন আপনি৷

পোশাক নিয়ে ভাবনাচিন্তা করলেও, জুতোর দিকে অনেকেই আমরা সেভাবে খেয়াল করি না৷ চলতি বছর এই ভুল আর ভুলেও করবেন না৷ পোশাকের সঙ্গে মানানসই জুতো পরুন৷ তবে দেখবেন কোনও পার্টি হোক বা অফিস, ভিড়ের মাঝে আপনিই হয়ে উঠছেন মধ্যমণি৷

SHOE

[শীতে উষ্ণ থাকুন, ঋতাভরী ও রেচেলের থেকে জেনে নিন টিপস]

যেকোনও পোশাকের সঙ্গে ভুলভাল গয়নাগাটি পরার অভ্যাস থাকলে, বছরের শুরুতেই তা বদলে ফেলুন৷ হালফ্যাশনের একটি টপের সঙ্গে বাছুন মানানসই ছিমছাম গয়নাগাটি৷ ভুল করেও ভারী গয়নার দিকে হাত বাড়াবেন না৷ তাতে কিন্তু আপনার সাজ মাটি হওয়ার সম্ভাবনাই বেশি৷

Jewellery

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ