Advertisement
Advertisement
White Jeans

গরমে ফ্যাশনে ইন সাদা জিনস, এই ৭ আউটফিটেই নজর কাড়বেন আপনি

কোন ধরনের জিনসের সঙ্গে কেমন জুতো পরবেন?

Fashion Tips: White jeans for summer
Published by: Sayani Sen
  • Posted:May 30, 2025 5:59 pm
  • Updated:May 30, 2025 5:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিতে ভিজছে বাংলা। তবে তাপমাত্রা কমার তেমন লক্ষ্মণ নেই। ভ্যাপসা গরম রয়েছে। তাই অফিস কিংবা বাইরে কোনও কাজ করতে গেলে ত্রাহি ত্রাহি রব। কী পরে বেরবেন, তা ভাবতে গিয়ে মাথায় হাত। তবে গরম যতই পরুক না কেন, জিনসই বহু তন্বীর প্রথম পছন্দ। গরমে ইন সাদা জিনস। তার সঙ্গে মানানসই কেমন পোশাক পরতে পারেন, রইল সেই টিপস।

Advertisement

স্ট্রেট জিনস পছন্দ প্রায় সকলের। তার সঙ্গে হল্টার নেক টপ পরতে পারেন। পোশাকের সঙ্গে মানানসই জুতো পরতে ভুলবেন না। পরতে পারেন কিটেন হিলের জুতো। আর ছোট্ট হ্যান্ডব্যাগ। এই সাজে আপনার দিক থেকে নজর সরাতে পারবেন না কেউ।

Straight-Jeans

 

অনেকে আবার ঢিলেঢালা জিনস বেশি পছন্দ করেন। গরমে এই ধরনের জিনসের সঙ্গে ট্যাঙ্ক টপ পরতে পারেন।

Straight-Jeans

ওভারসাইজড টপের সঙ্গে ঢিলেঢালা জিনস পরতে পারেন। সঙ্গে পরুন বেল্ট। কাঁধে ছোট্ট ব্যাগ।

Straight-Jeans

হাটুর উপর পর্যন্ত মাপের শর্ট জিনসও পরতে পারেন গরমে। সঙ্গে ক্রপ টপ বেছে নিতে পারেন। সঙ্গে ব্যালেট ফ্ল্যাট জুতো পরতে পারেন।

Denim-Short

কোনও ফর্মাল অনুষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে এই গরমে হাই ওয়েস্ট জিনসও মন্দ নয়। সঙ্গে থাক ওভারসাইজড ব্লেজার। বেল্ট ব্যবহার করতে ভুলবেন না।

High-Waist-Jeans ডেনিম ম্যাক্সি স্কার্টের সঙ্গে ক্রপড জ্যাকেট পরতে পারেন। কিংবা হাই নেক ট্যাঙ্ক টপও বেছে নিতে পারেন। যেকোনও ধরনের ফ্ল্যাট জুতো এই পোশাকের সঙ্গে মানানসই।

Denim-Maxi-Skirt

এই গরমে বন্ধুদের সঙ্গে আড্ডার পরিকল্পনা? কী পরবেন বুঝতে পারছেন না, তাই তো? সাদা প্রিন্টেড জিনস বেছে নিতে পারেন। সঙ্গে স্ট্রেট হেম শার্ট পরতে পারেন। আর তার সঙ্গে মেটালিক লেদার ব্যাগ এবং ফ্ল্যাট জুতো পরলেই কেল্লাফতে। আপনার দিক থেকে নজর ফেরাতে পারবেন না কেউ।

Printed-Jeans

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement