Advertisement
Advertisement
Here are hair care tips for new mom

Hair Care Tips For New Mom: মা হওয়ার পর চুল পড়ে যাচ্ছে? জেনে নিন যত্ন নেওয়ার উপায়

নতুন মায়েরা খাওয়াদাওয়ার দিকে বিশেষ নজর দিন।

Here are hair care tips for new mom । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:October 27, 2021 5:15 pm
  • Updated:October 27, 2021 5:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন মহিলা যেদিন জানতে পারেন মা হতে চলেছেন সেদিন থেকেই তাঁর জীবন বদলাতে থাকে। ছোট্ট একজন আপনার শরীরে বেড়ে উঠছে, ভাবলেই মন ভাল হয়ে যায়। কবে তার ছোট্ট ছোট্ট নরম হাত ধরতে পারবেন, সেই অপেক্ষাতেই সময় কেটে যায় অন্তঃসত্ত্বাদের। তবে মা হওয়া তো আর চাট্টিখানি কথা নয়। তাই তো সে সময় শরীরে কতই না বদল নয়।

Know some important facts of High Blood Pressure during Pregnancy

Advertisement

হরমোনের ভারসাম্যের অভাব ত্বক, চুলের দফারফা হয়ে যায়। চোখের কোণ ফুলে যায় অনেকের। কারও কারও চোখের তলায় কালিও দেখা যায়। সন্তান জন্মের পরেও যে খুব পরিবর্তন হয়, তা নয়। বেশিরভাগ মহিলাই সন্তান জন্মের পর নিজের যত্ন নেওয়ার তেমন সময়ই পান না। আলাদা করে চুল কিংবা ত্বকের যত্ন নেওয়ার সময় পান না বলে হতাশ হওয়ার কিছু নেই। পরিবর্তে সামান্য কয়েকটি নিয়ম মানলেই ফের ফিরে পেতে পারেন আগের মতো একঢাল কালো চুল (Hair)। রইল টিপস।

Advertisement

Hair Fall

অন্তঃসত্ত্বা অবস্থা থেকে সন্তানের জন্ম – জীবনের এই পর্যায়ে শরীরের উপর দিয়ে কার্যত ঝড় বয়ে যায়। তাই এই সময়ে নিজের খাওয়াদাওয়ার দিকে বিশেষ নজর দিন। বেশি করে ফল পান। জল খান। তাতেই দেখবেন আপনি ধীরে ধীরে আরও সুন্দর হয়ে উঠছেন। ফের ত্বক ফিরে পাচ্ছে আগের জেল্লা। আর চুল পড়ার পরিমাণও কমছে ধীরে ধীরে।

[আরও পড়ুন: ব্রা’র স্ট্র্যাপ বারবার উঁকি দেওয়ায় অস্বস্তি? সহজ কৌশলগুলি কাজে লাগিয়ে দেখুন তো]

শিশু স্তন্যপান করলে মায়ের পুষ্টি প্রয়োজন। তাই বাড়ির খাবারের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মতো ভিটামিন সাপ্লিমেন্টস খান। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও কাজ করবেন না।

চুল পড়া কমাতে চাইলে আপনার চুলের গোড়া পরিষ্কার রাখুন। চুলের ডগা ফাটা আটকাতে কন্ডিশনার ব্যবহার করুন।

Hair

শক্ত করে চুল বাঁধার অভ্যাস রয়েছে? সেই অভ্যাস বদলে ফেলুন। চুলের গোড়ায় আঘাত লাগে এমন কোনও কাজ করবেন না।

সন্তান জন্মের পর চুল রং করা ছেড়ে দিন। স্ট্রেটনিংও করাবেন না। রাসায়নিকের ব্যবহারে চুলের ক্ষতি হতে পারে।

Hair

উপরোক্ত নিয়মগুলি মেনে চলুন। আর মা হওয়ার পরেও ফিরে পান সেই পুরনো চেহারা।

[আরও পড়ুন: Hair Care Tips: অল্প বয়সেই চুল সাদা? ঘরোয়া উপায়েই করুন সমস্যার সমাধান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ