Advertisement
Advertisement
Priyanka Chopra

৬৫ বছরের পুরনো বেনারসি দিয়ে তৈরি আউটফিটে প্রিয়াঙ্কা! চমকে দেবে পোশাকের বিশেষত্ব

অটোর সামনে দাঁড়িয়ে এই ডিজাইনার ড্রেস পরেই ছবি তুলেছেন প্রিয়াঙ্কা।

Know about this beautiful outfit of Priyanka Chopra by vintage Banarasi patola | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 2, 2023 8:48 pm
  • Updated:April 2, 2023 8:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তবে মনে মনে তিনি এখনও ‘দেশি গার্ল’। তাই তো মুম্বইয়ে এসে যখন নীতা আম্বানির সাংস্কৃতিক কেন্দ্রে স্বামী নিক জোনাসকে নিয়ে গিয়েছিলেন। ভরসা রেখেছিলেন দেশের ডিজাইনের উপর।

Priyanka-Chopra-1A

Advertisement

নীতা আম্বানির সাংস্কৃতিক উদ্বোধনের দ্বিতীয় দিনে অমিত আগরওয়ালের ডিজাইন করা পোশাক পরেছিলেন প্রিয়াঙ্কা। যাতে ব্যবহার করা হয়েছে ৬৫ বছরের পুরনো ভিনটেজ বেনারসি পাটোলা (ব্রোকেড) শাড়ি। রুপোর সুতো এবং খাদি সিল্কের উপর একটি সোনার ইলেক্ট্রোপ্লেটিং ব্যবহার করে শাড়িটি ডিজাইন করেছেন অমিত।

Advertisement

Priyanka-Nick

[আরও পড়ুন: চাই লাখপতি স্বামী, থাকতে হবে আরও কিছু গুণ, বিয়ের পরিকল্পনা জানালেন শার্লিন চোপড়া ]

ভিনটেজ এই শাড়িতে ন’টি রং ব্যবহার করা হয়েছে। এর সঙ্গেই প্রিয়াঙ্কা পরেছেন একটি হলোগ্রাফিক বুস্টিয়ের টপ। এটি তৈরি করতে আবার ব্যবহার করা হয়েছে সিক্যুয়েন্স শিট। যাতে শাড়ির রং তাতে প্রতিফলিত হতে পারে। অমিত আর তাঁর টিম প্রায় ছ’মাস ধরে প্রিয়াঙ্কার জন্য এই শাড়িটি তৈরি করেছেন।

Priyanka-Nick 1

বারাণসীর ঐতিহ্য থেকে অনুপ্রাণিত পোশাক পরে আপ্লুত প্রিয়াঙ্কা অমিত ও তাঁর টিমকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন একাধিক ছবি। কোনটি নিজের একার, কোনওটি আবার স্বামী নিক জোনাসের সঙ্গে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amit Aggarwal (@amitaggarwalofficial)

[আরও পড়ুন: ‘যা করি, সব তোমার জন্য…’, ভালবাসায় মাখা প্রেমপত্র পেলেন উরফি, কে পাঠাল চিঠি?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ