Advertisement
Advertisement
Christmas 2023

Christmas 2023: ওভেন ছাড়াই বাড়িতে তৈরি করে ফেলুন দারুণ কেক, রেসিপি খুব সহজ

বড়দিনের আগে এইভাবে কেক তৈরি করে প্রিয়জনকে চমকে দিন।

Christmas 2023: Make cake without Oven, here is the recipe | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 13, 2023 3:53 pm
  • Updated:December 13, 2023 4:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের আলসেমিতে মোড়া সকাল হোক বা আদুরে বিকেল, নরম কেকে একবার কামড় দিলেই মজা। বড়দিনের (Christmas 2023) বড় মজা এই নরম কেক। তার আগেও তো দিব্যি খাওয়া যায়। বাজার থেকে সবসময় কিনে আনবেন কেন? বাড়িতেই বানিয়ে ফেলুন না! ওভেন নেই? তাতে কী? ওভেন ছাড়াই তৈরি করে ফেলুন সুস্বাদু কেক। রেসিপি এমন কিছু কঠিন নয়। বরং বেশ সহজ।

Cake

Advertisement

এর জন্য কী কী লাগবে?
১/৪ কাপ মাখন, ৩/৪ কাপ চিনি, ১/৪ কাপ দুধ, ১ কাপ ময়দা, ১/৪ কাপ কোকো পাউডার, দেড় চা চামচ বেকিং পাউডার, ২ টি ডিম, খুব সামান্য নুন, ১ চা চামচ ভ্যানিলা এসেন্স, অ্যালমোনিয়ামের একটি বাটি বা বেকিং মোল্ড, প্রেশার কুকার।

Advertisement

[আরও পড়ুন: মুকুটে অনন্য পালক, ইফতারকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিল UNESCO]

একটা বাটি নিন। তাতে ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিন। প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে ফেটাবেন যাতে  মিশ্রণ ঘন হয়ে যায়। এবার এর মধ্যে মাখন দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিন। তারপর দিন চিনি। সমস্ত কিছু ভালোভাবে মিশে গেলে অল্প অল্প করে ময়দা-কোকো পাউডার চালুনি দিয়ে চেলে মেশান আর নাড়তে থাকুন। এরপর দিন দুধ। এবার বেকিং পাউডার, নুন আর ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। খেয়াল রাখবেন যেন মিশ্রণটি দলা পাকিয়ে না যায়।

Cake-Making

মিশ্রণ তৈরি হয়ে গেলে অ্যালমোনিয়ামের একটি বাটি বা বেকিং মোল্ড নিয়ে নিন। হাত বা ব্রাশ দিয়ে তার চারপাশে মাখন মাখিয়ে কিছুটা ময়দা লাগিয়ে একটা কোটিং তৈরি করে নিন। তার পর কেকের ব্যাটার ঢেলে দিন। এবার প্রেশার কুকার নিয়ে তার নিচে নুনের মোটা আস্তরণ তৈরি করে ফেলুন। এভাবে ৩-৪ মিনিট গরম করুন।  এই সময় যেন প্রেশার কুকারের ঢাকনায় রাবারের ব্যান্ডটি না লাগানো থাকে। খেয়াল করে সেটি খুলে নেবেন।

choco-cake

নুন গরম হয়ে গেলে ব্যাটার রাখা বাটি খুব সাবধানে তার উপর বসিয়ে দিন। আবার ব্যান্ড ছাড়া ঢাকনা আটকে দিন। এবার মাঝারি আঁচে ৩০ মিনিট মতো রাখুন। তিরিশ মিনিট পরে কাঠি বা ছুরি মাথা বসিয়ে বের করে নিন। যদি তাতে কেক লেগে না থাকে তাহলে তৈরি আপনার কেক। তাও আবার মাইক্রোভেন ছাড়া। এবার নিজের তৈরি কেক নিজের মতো সাজিয়ে নিন।

[আরও পড়ুন: বিয়ে বাড়ির মতো ঝুরি আলু ভাজা বাড়িতেই তৈরি করে ফেলুন, রেসিপি বেশ সহজ ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ