২০ অগ্রহায়ণ  ১৪৩০  শনিবার ৯ ডিসেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

চিকেন বার্গারের ফ্লেভারে আইসক্রিম! খেয়েছেন কখনও? দেখে নিন রেসিপি

Published by: Paromita Kamila |    Posted: February 18, 2021 8:59 pm|    Updated: February 18, 2021 8:59 pm

Man makes ice cream with McDonald's Chicken Burger in Pakistan | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীত-গ্রীষ্ম অথবা বর্ষা, আইসক্রিম থেকে ভালবাসেন না,  এমন খাদ্যরসিক খুঁজে পাওয়া প্রায় বিরল। ভ্যানিলা (Vanilla), চকলেট, কুকিজ এন ক্রিম হোক অথবা মিন্ট চকলেট চিপস (Mint Chocolate Chip), স্ট্রবেরি যে ফ্লেভারই হোক না কেন হাতে পেলে জিভে জল। কিন্তু ধরুন, আপনি কোনও একটা রেস্টুরেন্টে গিয়ে আইসক্রিমের অর্ডার দিয়েছেন। কিন্তু আপনার সামনে এসে গেল গোটা একটা চিকেন বার্গার। আর তা দিয়ে করে দেওয়া হল সুস্বাদু আইসক্রিম। কি, শুনেই নাক কোঁচকালেন তো? লাভ হবে না। এই ফ্লেভারের আইসক্রিমই এখন ঘুরছে নেটদুনিয়ায়।

দর্শন পাঠক, একজন টুইটার ইউজার। তিনি সম্প্রতি নিজের পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, ম্যাকডোনাল্ডের চিকেন বার্গার (Burger) কীভাবে হয়ে গেল সাধের আইসক্রিম।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: পিৎজা খেতে ভালবাসেন? লোভনীয় এই খাবারটির খুঁটিনাটি জানলে অবাক হবেন!]

ভাবছেন তো এই ধরনের আইসক্রিম কোথায় পাওয়া যায়? সেই উত্তরও দিয়েছেন দর্শন পাঠক। জানিয়েছেন, পাকিস্তানের (Pakistan) লাহোরে এই আইসক্রিম পাওয়া যায়। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। যা দেখে অদ্ভুত সব প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। কী বলছেন তাঁরা? দেখে নিন।

 

এবার আপনিই ভেবে দেখুন,  চিকেন বার্গার আইসক্রিম নিজের রসনাতৃপ্তির তালিকায় রাখবেন কিনা।

[আরও পড়ুন: মনের সুখে টমেটো সস খেতেই পারেন, এর কত গুণ জানেন?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে