১৮ অগ্রহায়ণ  ১৪৩০  রবিবার ৩ ডিসেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

চার রাজ্যের রায়

মধ্যপ্রদেশ (২৩০/২৩০) এগিয়ে / জয়ী
বিজেপি ১৬৪
কংগ্রেস ৬৫
অন্যান্য
রাজস্থান (১৯৯/২০০) এগিয়ে / জয়ী
বিজেপি ১১৫
কংগ্রেস ৬৯
অন্যান্য ১৫
ছত্তিশগড় (৯০/৯০) এগিয়ে / জয়ী
বিজেপি ৫৪
কংগ্রেস ৩৫
অন্যান্য
তেলেঙ্গানা (১১৯/১১৯) এগিয়ে / জয়ী
বিআরএস ৩৯
কংগ্রেস ৬৪
বিজেপি
এআইএমআইএম
অন্যান্য

দুয়ারে বিরিয়ানি! ইদে ঘরে ঘরে বিশেষ খাবারের থালি পৌঁছে দেবে পঞ্চায়েত দপ্তর

Published by: Sucheta Sengupta |    Posted: May 1, 2022 8:32 pm|    Updated: May 1, 2022 8:44 pm

Panchayet and Rural Development Department of West Bengal will serve Eid Special Biriyani Thali at your doorstep on the special day | Sangbad Pratidin

নিরুফা খাতুন: দুয়ারে বিরিয়ানি! সঙ্গে চিকেন চাঁপ, কাবাব, সিমুইয়ের পায়েস। গোটা একটি থালি পেয়ে যাবেন বাড়িতে বসেই। তাও আবার ইদের (Eid)পবিত্র দিনে! শুনে অবাক হচ্ছেন? কিন্তু রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে এমনই উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে রান্নাবান্না বাদ রেখে বাড়ির সকলের সঙ্গে সময় কাটাতে পারেন উৎসবমুখর জনতা, সে কথা মাথায় রেখেই এই প্রয়াস দপ্তরের। বিজ্ঞপ্তি দিয়ে পঞ্চায়েত দপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টা আগে অর্ডার দিলেই ৩ মে অর্থাৎ ইদের দিন ইদ স্পেশ্যাল থালি পৌঁছে দেওয়া হবে ঘরে ঘরে। তাতে শুধু বিরিয়ানি (Biriyani) নয়, আরও নানা সুস্বাদু পদে সাজানো থাকবে থালি।

একপিস আলু, একটি ডিম ও একপিস চিকেন নিয়ে এক প্লেট চিকেন বিরিয়ানি, সঙ্গে চারপিস চিকেন হরিয়ালি কাবাব (Kebabs), চারপিস মালাই চিকেন কাবাব, একপিস চিকেন চাপ, সিমুইয়ের পায়েস – এই নিয়ে গোটা একটি থালি। দাম পড়বে ৪২৫ টাকা। ২৪ ঘণ্টা আগে অর্ডার দিলেই পৌঁছে যাবে আপনার ঠিকানায়। অর্ডার দেবেন কোথায়? হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের নাম, ঠিকানা জানালেই সময়মতো দুয়ারে হাজির হবে বিরিয়ানি থালি। পঞ্চায়েত দপ্তরের তরফে ইদে দুয়ারে খাবার পৌঁছে দেওয়ার আয়োজনের দায়িত্বে রয়েছে সিএডিসি।

[আরও পড়ুন: ডাক্তারি পড়ুয়াদের চরক শপথ পাঠ! তুমুল বিতর্কের মাঝেই অপসারিত ডিন]

হোয়াটসঅ্যাপ (WhatsApp) করুন – ৮১৭০৮৮৭৭৯৪, ৯৭৩৫৯২৯৪১৩ ও ৯১৬৩১২৩৫৫৬ নম্বরে। তবে সময়টা অবশ্যই মাথায় রাখতে হবে। সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত অর্ডার করলে তবেই মঙ্গলবার আপনি রান্না করা থেকে রেহাই পাবেন। কারণ, এই সময়ের পর আর আপনার অর্ডার নেওয়া হবে না। এহেন উদ্যোগ প্রসঙ্গে পঞ্চায়েত দপ্তরের এক আধিকারিক জানাচ্ছেন, ‘‘পয়লা বৈশাখ উপলক্ষেও এমন আয়োজন করেছিলাম। ইদের ক্ষেত্রেও তাই করা হল। উৎসবের দিনগুলিতে রান্নাবান্না থেকে ছুটি নিয়ে পরিবারের মহিলা সদস্যরাও যাতে আনন্দে সামিল হতে পারেন, সেই ভাবনা থেকেই আমাদের এই চেষ্টা।’’

[আরও পড়ুন: রমজান মাসে হালিম নিয়ে মেতেছে কলকাতা, এই খাবারের ইতিহাস জানেন?]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে