সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেনারসি পানের উপর জ্বলছে আগুন। আর তা গালে ঢোকানোর পরই সব শেষ। আরে বাবা শেষ মানে জ্বলে পুড়ে শেষ নয়। শেষ মানে পানের উপর জ্বলতে থাকা আগুন নিভে গেল। মিষ্টি পানের স্বাদ নিয়ে মন শান্তি। এ তো নয় গেল, ফায়ার পানের কথা। কিন্তু ফায়ার ফুচকা খেয়েছেন কখনও? সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এই বিশেষ ধরনের ফুচকা। যা নিয়ে নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা।
সম্প্রতি ক্রুপালি প্যাটেল নামে আহমেদাবাদের এক ফুড ব্লগার ইনস্টাগ্রামে ফায়ার গোলগাপ্পা (Fire Golgappa) বা আগুন ফুচকার ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা গিয়েছে লোভনীয় উপায়ে তৈরি ফুচকা। তার উপরে ফুচকা বিক্রেতা জ্বালিয়ে দেওয়া হল আগুন। জ্বলন্ত ফুচকাই খেয়ে ফেললেন তরুণী। যদিও তারপর ভিডিও শেষ।
View this post on Instagram
খাওয়ার পর ঠিক কীরকম প্রতিক্রিয়া হল তাঁর, সে বিষয়ে ভিডিও দেখে কিছু টের পাওয়া যায়নি। তবে ভিডিওর কমেন্ট বক্সে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ফুড ব্লগার। ভয় লাগলেও, আদতে তেমন অভিজ্ঞতা হয়নি বলেই দাবি তরুণীর।
ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ামাত্র তা বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে যায়। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ২ লক্ষেরও বেশি ভিউ হয়ে গিয়েছে। কমবেশি সকলেরই মন ছুঁয়েছে ভিডিওটি। হু হু করে বইছে কমেন্টের ঝড়। অন্যরকম ফুচকার স্বাদে আপাতত মন মজেছে নেটিজেনদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.