Advertisement
Advertisement

Breaking News

Gassanol

মাছ-মাংস-মিষ্টিতে জমজমাট জামাইষষ্ঠী! ভ্যাপসা গরমেও পেটের গড়বড় দূর হবে এই উপায়ে

বাঙালি পরিবারের অনুষ্ঠান আর তাতে খাওয়াদাওয়া হবে না, তা হতেই পারে না।

Gassanol is the best treatment for acidity
Published by: Sayani Sen
  • Posted:May 31, 2025 10:16 pm
  • Updated:May 31, 2025 10:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ে-জামাইয়ের কল্যাণে প্রায় প্রতিটি বাঙালি পরিবারেই জামাইষষ্ঠী পালন করা হয়। আর জামাইষষ্ঠী মানেই উপহার বিনিময়। বাঙালি পরিবারের অনুষ্ঠান আর তাতে খাওয়াদাওয়া হবে না, তা হতেই পারে না। তাই জামাইষষ্ঠী মানেই প্রচুর খাওয়াদাওয়া। মাছ, মাংস,ফল, মিষ্টিতে সাজানো থালায় উদরপূর্তি সারবেন জামাই বাবাজি, তার ফলে পেটের সমস্যা হওয়া অসম্ভব নয়। আর ৫৩ বছর ধরে বাঙালির ঘরে ঘরে এই পরিস্থিতির সামাল দিচ্ছে ‘গ্যাসানল’।

জামাইষষ্ঠীতে খাওয়ার পর গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা, বদহজম, বমি, পেট ব্যথার মতো সমস্যাই দেখা যায়। তার ফলে খাওয়াদাওয়ার আনন্দই মাটি। শ্বশুরবাড়ি থেকে ফিরে চিকিৎসকের কাছে পৌঁছনোর আগে ‘গ্যাসানল’-এর উপর ভরসা রাখতেই হবে। গ্যাস, অম্বল ও পেটের সমস্যায় ১৯৭২ সাল থেকে বাঙালির বিশ্বাসযোগ্য ‘গ্যাসানল’।

এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, ‘গ্যাসানল’ খাবেন কেন? পেটকে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার হানা থেকে বাঁচাতে সাহায্য করে ‘গ্যাসানল’। পেটের আলসারের রক্ষাকবচ ‘গ্যাসানল’। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, এইচ-পাইলরি ব্যাকটেরিয়া পেটের আলসারের মূল কারণ। এই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে ‘গ্যাসানল’। অ্যাসিডনাশক এবং পেটে যন্ত্রণার উপশম এই ওষুধটি। তাই জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়িতে যাওয়ার আগে ‘গ্যাসানল’ কিনে রাখতে ভুলবেন না।

ব্যবহারকারীদের সুবিধার্থে, গ্যাসানল সরাসরি ওয়েবসাইট www.auriopharma.com অথবা Amazon বা Tata 1Mg থেকে কেনা যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement