১২ আশ্বিন  ১৪৩০  শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

এই কারণগুলি জানলে সাত পাকে বাঁধা পড়তে দ্বিতীয়বার ভাববেন

Published by: Sangbad Pratidin Digital |    Posted: November 8, 2017 12:00 pm|    Updated: September 25, 2019 4:42 pm

This is why one should skip marriage

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিরিশ তো পেরিয়ে গেল। আর কবে বিয়ের পিঁড়িতে বসবে?  অবিবাহিত হলে এ প্রশ্নের মুখে  নিশ্চয়ই পড়তে হয়েছে? নিশ্চয়ই জানেন আপনার বিয়ে নিয়ে আশেপাশের মানুষগুলোর কত মাথাব্যথা। কিন্তু এই ব্যথার জন্যই কি আপনার বিয়ে করা উচিত?  নাহ,

  • কেবল সাতপাকে বাঁধা পড়তে হবে বলেই বিয়ে করবেন না।
  • আপনার বাবা-মা চান বলেও বিয়ে করবেন না।
  • পাড়া-পড়শির কৌতূহল মেটাতেও বিয়ে করবেন না।
  • একটি ‘সৎপাত্র’ পেয়ে গিয়েছেন বলেও বিয়ে করবেন না।
  • সমস্ত বন্ধুদের কিংবা ভাই-বোনদের বিয়ে হয়ে গিয়েছে বলেই বিয়ে করবেন না।
  • প্রাক্তন প্রেম ভুলতে বিয়ে করবেন না।
  • জীবনে নিরাপত্তা পেতেও বিয়ে করবেন না।
  • পাশে শোয়ার কাউকে চাই বলেও বিয়ে করার প্রয়োজন নেই।
  •  শুধু সন্তানের চাহিদাতেও বিয়ে করবেন না।

1ee01679-89c2-4c75-898d-47c70395e360

[ডেঙ্গু নিয়ে অযথা আতঙ্ক নয়, নজর দিন এই বিষয়গুলিতেই]

তাহলে বিয়েটা কেন করবেন?

  • বিয়েটা তখনই করুন যখন আপনার মন সায় দেবে।
  • কারও সঙ্গে সারা জীবন কাটাতে ইচ্ছে করবে একই ছাদের তলায়।
  • এমন একজন সঙ্গী খুঁজে পেয়েছেন যাঁকে ছাড়া আপনার পৃথিবী অর্থহীন।
  • কেউ আপনাকে আপনার চেয়েও ভাল বোঝে। আপনার ভাল-মন্দ দুইই গ্রহণ করতে পারে।
  • বিয়ে তখন করুন যখন সঙ্গীর উপস্থিতি আপনার মুখে হাসি এনে দেয়।

8d39f209-f11b-4398-839f-b5554437943d

বিয়ে তখনই করুন যখন আপনার মন ও শরীর অন্যকে গ্রহণ করার জন্য তৈরি থাকবে। তা সে আঠেরো বছরই হোক বা তিরিশ বছর, কিংবা হোক চল্লিশ বছর। জীবন আপনার। তাই বাঁচার স্বাধীনতাও আপনার।

[শরীর সুস্থ রাখতে এ কাজগুলি করেন? ভুল করছেন না তো!]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে