Advertisement
Advertisement

তুলসী পাতা ভেজানো জল খেলেই বদলে যাবে জীবন! কী উপকার পাবেন জানেন?

টানা ১০ দিন পান করুন তুলসী পাতা ভেজানো জল। ফল মিলবে হাতেনাতে।

What are the benefits of drinking tulsi water
Published by: Utsha Hazra
  • Posted:March 5, 2025 12:53 pm
  • Updated:March 5, 2025 6:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু শাস্ত্রে তুলসীকে পবিত্র বলে ধরা হয়। অন্য দিকে আবার আয়ুর্বেদেও তুলসীর জুড়ি মেলা ভার। তুলসী পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, আয়রন, খনিজ পদার্থ। সকালে উঠে খালি পেটে অনেকেই তুলসী ভেজানো জল খায়। অনেকে আবার বলেন তুলসীপাতা এমনি খেলেও অনেক উপকার পাওয়া যায়। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে যে কোনও সময়ই এই পাতা খেলে অনেক উপকার পাওয়া যায়। টানা ১০ দিন যদি তুলসী ভেজানো জল কেউ পান করেন তাহলে শরীরে অনেক পরিবর্তন আসে। জানেন কী কী গুণ রয়েছে তুলসী পাতায়?

অ্যান্টি ভাইরাল, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্য়ান্টি ফাঙ্গাল গুণে সমৃদ্ধ তুলসী। এই পাতা চিবোলে শরীরেরহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এ ছাড়া ঠান্ডা লাগা, সর্দি-কাশি থেকে সহজে মুক্তি পাওয়া যায়।

Advertisement

পড়াশোনা, চাকরি এই সব কিছু নিয়েই সারাক্ষণ ব্যস্ততায় কাটে সবার। ফলে মানসিক চাপও রয়েছে। তুলসী মানসিক চাপ,ক্লান্তি দূর করতে সাহায্য করে।

এই পাতা হজম শক্তিও বাড়ায় অনেকটা। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তুলসী পাতা। রক্তনালীকে প্রশস্ত করে রক্ত সঞ্চালন উন্নত করে।

এছাড়াও এই পাতা কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। যা হৃদরোগের ঝুঁকি কমায়। এই পাতায় আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। যা ত্বককে উজ্জ্বল করে এবং সুস্থ করে। দাগ এবং ব্রণ কমাতেও সাহায্য করে।

সুতরাং, টানা ১০ দিন সকালে তুলসীপাতা ভেজানো জল পান করলেই কেল্লাফতে। সারারাত এই পাতা ভেজানো জলও খেতে পারেন আবার সেই জল দিয়ে চা তৈরি করেও পান করতে পারেন। হাতেনাতে মিলবে ফল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement