Advertisement
Advertisement
Vaastu

কেমন হওয়া উচিত বাড়ির দরজা? কোনদিকে থাকবে জানলা? জানুন বাস্তুবিদদের পরামর্শ

দরজা দিয়েই কিন্তু বাড়ির অন্দরে প্রবেশ করেন লক্ষ্মীদেবী!

Here are some window and Door tips for your house according to Vaastu | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 11, 2021 5:03 pm
  • Updated:March 11, 2021 5:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের শেষে নিশ্চিন্তের ঠিকানা বাড়ি। ক্লান্ত দেহ তার অপেক্ষাতেই যেন থাকে। সাধের এই আস্তানা গড়ে তোলা মোটেও সহজ কাজ নয়। অনেক কিছু খেয়াল রাখতে হয়। বাড়ির কোথায় দরজা হবে, কোথায়ই বা হবে জানলা। সেই বিষয়টিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। বাস্তু বিশেষজ্ঞদের মতে, দরজা দিয়েই বাড়ির অন্দরে প্রবেশ করেন লক্ষ্মীদেবী। আর জানলা দিয়ে প্রবেশ করেন সূর্য দেব। তাতেই আলোকিত হয় গোটা ঘর। তাই দরজা ও জানলা দু’টিই বাড়ির গুরুত্বপূর্ণ অঙ্গ।
 
১) বাস্তু বিশেষজ্ঞদের কথা মানলে বাড়ির দরজা সবসময় কাঠ দিয়েই তৈরি করা উচিত। আর সেটি যেন বাড়ির ভিতরের দিকেই খোলে। 
 
২) ঘরের একটি জানলা সবসময় পূর্ব দিকে রাখার চেষ্টা করবেন। কারণ সেই দিক থেকেই ভোরবেলা সূর্যের আলো ঢোকে। বাস্তুবিদদের মতে সূর্যের প্রথম সেই রশ্মি সংসারের জন্য অত্যন্ত শুভ। সকালের আদুরে আলোতে মনও ভাল হয়ে যায়।
Window

[আরও পড়ুন: সহজেই গেরস্থালির আনাচে কানাচে ছড়িয়ে দিতে পারেন সুগন্ধ, জেনে নিন সহজ উপায়]

৩) ঘরের দরজা বা জানলা বন্ধ করার সময় একটি বিষয়ে খেয়াল রাখতে হবে, তাতে যেন অযথা শব্দ না হয়। বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন এতে মানসিক শান্তি বিঘ্নিত হয়। আর তাতে সংসারের শান্তিও নষ্ট হতে পারে। 
 
৪) গোটা বাড়ির দরজা এবং জানলার সংখ্যা যেন জোড় সংখ্যা হয়। যেমন চারটি কিংবা ছ’টি। বিজোড় সংখ্যার জানলা কিংবা দরজা হলে বাড়ির পক্ষে ক্ষতিকর। 
 
৫) বাস্তুবিদদের মতে, ঘরের জানলার আকার সব সময় দেওয়ালের সঙ্গে সমানুপাতিক হওয়া উচিত এবং তা আকারে খুব বেশি বড় অথবা খুব বেশি ছোট হওয়া উচিত নয়। বাস্তুমতে, ঘরের এক দেওয়ালে একাধিক জানলা বানানো একদম উচিত নয়। এতে বাড়ির শান্তি নষ্ট হয়।
 
৬) বাড়ির দরজার সামনে ফুলের টব বা ফুল গাছ রাখতে পারেন। এতে স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকে। 

[আরও পড়ুন: ঘরের ‘আপদ’ বিদায় করতে ফেংশুই মানুন, অন্দরমহলে রাখুন এই জিনিসগুলি]

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ