Advertisement
Advertisement

Breaking News

জানেন কি, রান্নাঘরের আদল দেখেই বোঝা যায় আপনার ব্যক্তিত্ব

নিজেকে জানতে চাইলে এই প্রতিবেদন অবশ্যই পড়ুন৷

Personality reflects on kitchen's style
Published by: Sayani Sen
  • Posted:February 25, 2019 9:06 pm
  • Updated:February 25, 2019 9:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেকের বাড়িতেই রান্নাঘরের একটা আলাদা গুরুত্ব আছে৷ রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নির্ভর করে আমাদের স্বাস্থ্য৷ একথা আর নতুন করে ব্যাখ্যা দেওয়ার কী-ই বা আছে? তবে গবেষণায় উঠে আসা একটি তথ্য শুনলে অবাক হবেন আপনিও৷ কারণ জানেন কি রান্নাঘরই নাকি আপনার ব্যক্তিত্বের পরিচায়ক৷ 

বাড়ির পরিবর্তে দিন দিন বাড়ছে বহুতলের সংখ্যা৷ ছোট্ট ফ্ল্যাটে মডিউলার কিচেনই এখন ভরসা তাঁদের৷ যাঁরা এই ধরনের রান্নাঘর ব্যবহার করেন তাঁরা নাকি ফ্যাশন সম্বন্ধে ভীষণ সচেতন হন৷ শুধু তাই নয়৷ গবেষকদের দাবি, তাঁরা নাকি স্পষ্টবক্তাও হন৷ এছাড়াও তাঁরা অগোছালো কোনও জিনিস এক্কেবারেই পছন্দ করেন না৷

Advertisement

[কীভাবে সাজাবেন পড়ার ঘর, ইন্টেরিয়রে হাত দেওয়ার আগে কয়েকটা টিপস]

আপনার রান্নাঘর কি আকারে অনেকটাই বড়? বিশালাকৃতি জানালা রয়েছে তাতে? উত্তর যদি হ্যাঁ হয় তবে গবেষকদের দাবি অনুযায়ী আপনি প্রাণোচ্ছ্বল হতে বাধ্য৷ এছাড়াও আপনি ভীষণ আরামপ্রিয়ও হতে পারেন৷ গবেষকদের দাবি, আপনি বাড়িতে অতিথি আনাগোনাও বেশ পছন্দ করেন৷

Advertisement

আধুনিক এবং তার তুলনায় পুরনো সরঞ্জামের মিশেলে কি আপনার রান্নাঘর সাজানো? তবে গবেষকদের মতে, রান্নাঘর যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক না কেন, আপনি নাকি স্বভাবে একটু অগোছালো৷ শুধু তাই নয় মাঝে মাঝে পুরনো স্মৃতিও আপনার মনকে দোলা দেয় বলেও মনে করেন গবেষকরা৷ তবে বন্ধুমহলে নাকি আপনার একটা আলাদা গুরুত্ব রয়েছে৷ কারণ যেকোনও বয়সের মানুষের সঙ্গে দিব্যি মানিয়ে নিতে পারেন নিজেকে আপনি৷  

[ঘরোয়া উপায়ে এভাবেই সারিয়ে ফেলুন আঁচিল]

আপনি কি গতে বাঁধা জীবনেই বেশি বিশ্বাসী? সমাজের উলটো স্রোতে হাঁটার সাহস কি আপনার নেই? আবার এমনও হতে পারে  হয়তো কোনওদিনই মনে উঁকি দেয়নি একটু অন্যভাবে জীবন কাটানোর ভাবনা৷ তাহলে আপনার রান্নাঘরে কাঠের তৈরি সরঞ্জামের ভিড় থাকা বাঞ্ছনীয় বলেই দাবি গবেষকদের৷ শুধু রান্নাঘর নয় খাবার ঘরেও কাঠের চেয়ার-টেবিল থাকাই নাকি স্বাভাবিক৷

অবাক লাগলেও, গবেষকদের এই দাবি মেনেই দেখুন না৷ না হয় আপনার প্রতিবেশী, বন্ধু কিংবা আত্মীয়দের মধ্যে পরীক্ষা করে দেখুন৷ তাহলে হাতে হাতে প্রমাণ পেয়ে যাবেন৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ