Advertisement
Advertisement
Instagram

এনগেজমেন্ট বাড়াতে বড় পদক্ষেপ ইনস্টাগ্রামের, সিক্রেট কোড দিলেই…

কী জানাচ্ছে সংস্থা?

Instagram Tests Lockable Posts to Enhance Engagement
Published by: Tiyasha Sarkar
  • Posted:April 8, 2025 7:15 pm
  • Updated:April 8, 2025 7:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনগেজমেন্ট বাড়াতে বড়সড় পদক্ষেপ। ইনস্টাগ্রামে পোস্ট করার নিয়মের ক্ষেত্রে আসছে বদল। এবার ‘লকড’ পোস্ট ফিচার আনছে সংস্থা। যা খুলতে ব্যবহার করতে হবে সিক্রেট কোড।

ব্যাপারটা ঠিক কী? জানা যাচ্ছে, নয়া এই ফিচারে চাইলেই আপনি কোন কিছু পোস্ট করতে পারবেন লক করে। অর্থাৎ সেটি আপনার বন্ধুদের ওয়ালে যাবে। কিন্তু তারা দেখতে পাবেন না যে কী পোস্ট করেছেন আপনি। উপরে লেখা থাকবে, ‘আনলক দিস রিল’। নিচে লেখা থাকবে, ‘এন্টার সিক্রেট কোড।’ ওই কোড দিলে তবেই দেখা যাবে লক করা ওই পোস্ট। এতে পোস্টের এনগেজমেন্ট বাড়বে বলেই মনে করছে সংস্থা। এখানে প্রশ্ন, কীভাবে মিলবে ওই সিক্রেট কোড? নাহ, এবিষয়টা এখনও খোলসা করেনি সংস্থা।

Advertisement

উল্লেখ্য, প্রয়োজনে হোক বা স্রেফ সময় কাটাতে, বর্তমানে সকলেই ফেসবুক, ইনস্টাগ্রামে অ্যাকটিভ থাকে দিনভর। ব্যবহারকারীদের সুবিধার্থে মাঝে মধ্যেই দারুণ ফিচার নিয়ে হাজির হয় সংস্থা। সম্প্রতি ডিসলাইক অপশন নিয়ে আসার কথা জানানো হয়েছে সংস্থার তরফে। জানা গিয়েছিল, শুধু পোস্ট নয়, কমেন্টেও থাকবে ডিসলাইক অপশন। প্রসঙ্গত, উল্লেখ্য, ২০২১ সালে ডিসলাইক বাটন এনেছিল ইউটিউব। সেখানে দেখা যেত কত সংখ্যক মানুষ সেই ভিডিও অপছন্দ করেছেন। তবে বর্তমানে ওই অপশনটি দেখা যায় না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement