Advertisement
Advertisement

Breaking News

বাজারে এল মাইক্রোম্যাক্সের Canvas Spark 4G

রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করুন!

Micromax Canvas Spark 4G Launched in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 5, 2016 6:02 pm
  • Updated:November 5, 2016 6:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানভাস সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন বাজারে আনল মাইক্রোম্যাক্স৷ ক্যানভাস স্পার্ক ফোর-জি হ্যান্ডসেটটি এক্সক্লুসিভলি মিলবে ই-কমার্স সাইট স্ন্যাপডিলে৷ ইতিমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে৷ আগামী ১০ নভেম্বর থেকে হ্যান্ডসেটটির বিক্রি শুরু হবে৷

এই স্মার্টফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর কানেক্টিভিটি৷ 4G VoLTE সাপোর্টেড এই হ্যান্ডসেটের সঙ্গে মিলবে রিলায়েন্স জিও ওয়েলকাম অফার৷ ৩১ ডিসেম্বর পর্যন্ত আনলিমিটেড ভয়েস কল ও ডেটা সার্ফিংয়ের সুযোগ মিলবে৷ মেটাল ব্যাক কভার ও অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট-সহ এই মডেলটি আসলে ক্যানভাস স্পার্ক-এর আপডেটেড ভার্সন৷ পুরনো হ্যান্ডসেটটি আত্মপ্রকাশ করেছিল গত এপ্রিল মাসে৷ আর নভেম্বরে বাজারে এল ওই হ্যান্ডসেটেরই ফোর-জি ভার্সন৷

Advertisement

বিস্তারিত স্পেসিফিকেশনে আসা যাক৷ ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে-যুক্ত এই মডেলের স্ক্রিন মোড়া গরিলা গ্লাসে৷ কোয়াড কোর প্রসেসর থাকলেও র‍্যাম তুলনামূলকভাবে কম, মাত্র ১ জিবি৷ ইন্টারনাল স্টোরেজ ৮ জিবি৷ এসডি কার্ডের সাহায্যে সেকেন্ডারি মেমোরি বাড়ানো যাবে৷ ক্যামেরাও আহামরি কিছু নয়৷ স্পার্ক ফোর-জির রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল৷ প্রাথমিকভাবে বাজারে আসছে সাদা ও সোনালি রঙের মডেল৷ ফোর-জি মডেলটির দাম ৪,৯৯৯ টাকা৷ আগামী ১০ নভেম্বর বেলা ১২টা থেকে মিলবে অনলাইনে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ