Advertisement
Advertisement
Air Conditioner

এসি চালিয়েই সঙ্গমে মত্ত? বিপদ ডেকে আনছেন না তো!

এসি চালানোর আগে অবশ্যই পড়ে নিন এই প্রতিবেদন।

side effects of air conditioner
Published by: Akash Misra
  • Posted:April 3, 2024 8:04 pm
  • Updated:April 3, 2024 8:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যেই গরমে পুড়ছে শহর। ঘামে ভিজে অফিস থেকে বাড়ি ফেরা। হাত পা ধুয়ে চট করে এসি চালিয়ে বিশ্রাম। এ পর্যন্ত ঠিকই ছিল। তবে এসি চালিয়ে বিশ্রাম করলেও, এসি চালিয়ে সঙ্গম কিন্তু একেবারেই নয়। হ্যাঁ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এসি চালিয়ে সঙ্গমে লিপ্ত হলে যৌনতায় ভাটা পড়তে পারে। শুধু তাই নয়, শরীরে বাসা বাঁধতে পারে নানা রোগ।

বিশেষজ্ঞরা বলছেন, এসি চালিয়ে যৌনতায় লিপ্ত হলে এসির প্রভাব পড়তে পারে বীর্যতে। এমনকী, শীর্ঘপতনের সমস্যাও হতে পারে। এসির ঠান্ডা একেবারেই কৃত্রিম। এসির হাওয়ার সঙ্গে উড়ে আসে কিছু পার্টিক্যাল, যা শরীরে ত্বকের সঙ্গে মিশে যায়। যা কিনা আপনার ত্বকের ক্ষতি করে। তাই বিশেষজ্ঞরা বলছে, যৌনতার সময় এসি বন্ধ রাখাই ভালো।

Advertisement

তবে শুধুই যৌনতা নয়। এসি চালিয়ে ঘুমনোর ফলে শরীরে বাসা বাঁধতে আরও অনেক রোগ।

Advertisement

[আরও পড়ুন: এক ঢিলে দুই পাখি! সঙ্গমের আনন্দের মাঝেই পান ওয়ার্কআউটের উপকারিতাও]

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইট বলছে, আপনি যদি এসিতে বেশি সময় কাটান তাহলে ‘সিক বিল্ডিং সিনড্রোম’ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে মাথাব্যথা, শুকনো কাশি, ক্লান্তি, মাথা ঘোরা, বমি বমি ভাব, কোনও কাজে একাগ্রতার অভাবের মতো সমস্যা দেখা দিতে পারে। 

Mother Uses Tracking App To Catch Son Having Sex With Teacher!
ছবি: প্রতীকী

দীর্ঘ সময় ধরে এসি চালানোর ফলে ত্বক কুঁচকে যেতে পারে। বলিরেখা ও সূক্ষ্ম রেখা দেখা দিতে শুরু করে। বার্ধক্যও দ্রুত বাড়ে।

এসির ঠান্ডা হাওয়া  শরীরে জলশূন্যতার সমস্যা ডেকে আনতে পারে। এসির ফলে কাশি, সর্দি ও শ্বাসকষ্টের মতো সমস্যা বাড়ায়।

এয়ার কন্ডিশনারের অতিরিক্ত ব্যবহার অ্যালার্জি এবং হাঁপানির ঝুঁকি বাড়ায়।

এসির হাওয়া চোখ ও ত্বকে চুলকানির সমস্যা সৃষ্টি করতে পারে। তাই বেশিক্ষণ এসিতে থাকা উচিত নয়।

love

অতিরিক্ত এসি ব্যবহারে ত্বকের টানটানভাব নষ্ট হয়ে যেতে পারে।

যাঁরা বাতের সমস্যায় ভুগছেন, তাঁদের পক্ষেও এসির নিচে বেশিক্ষণ থাকা ভালো নয়।

[আরও পড়ুন: স্বপ্নে প্রাক্তনের সঙ্গে সঙ্গমে মত্ত! এর অর্থ জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ