Advertisement
Advertisement
Self Intimacy

স্বমৈথুনে ফল বা সবজি ব্যবহার করছেন? জেনে নিন এই পদ্ধতি কতটা নিরাপদ

কী বলছেন বিশেষজ্ঞরা।

try these tips for Self Intimacy
Published by: Akash Misra
  • Posted:July 30, 2024 7:06 pm
  • Updated:July 30, 2024 7:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজর, কলা, শশা কিংবা লেবু! স্বমৈথুনে ফল বা সবজি ব্যবহার বহুদিন ধরে চলে আসা এক প্রক্রিয়া। মূলত, যে সময়ে সেক্সটয়ের আবিষ্কার হয়নি, তখন থেকেই এই ধরনের ফলকে স্বমৈথুনের কাজে লাগাতেন মহিলারা। তবে এখনও অনেকেই হাইজিনের কথা ভেবে ফল বা সবজিকেই অগ্রাধিকার দেয়। কিন্তু কতটা নিরাপদ ফল বা সবজি?

বিশেষজ্ঞরা বলছেন, যৌনতা নিয়ে আলোচনা করাটা আজও আমাদের সমাজ ভালো চোখে দেখে না। ফলে বেশিরাভাগ মানুষ, বিশেষ করে কিশোরীরা ভুল পথে চালিত হয়। এরকমই একটা ধারণা হল ফল বা সবজি ব্যবহার করে স্বমৈথুনে লিপ্ত হওয়া।

Advertisement

[আরও পড়ুন: কোন ভুলে সঙ্গমে নেই জোর! লিঙ্গই দেবে গোপন খবর]

বিশেষজ্ঞদের মতে, অনেক সময়ই সেক্সটয় কেনাটা সম্ভব হয়ে পড়ে না। তাই বহু মহিলারাই ফল বা সবজিকে বেছে নেন। চিকিৎসকের মতে, ফল বা সবজি স্বমৈথুনের ক্ষেত্রে ব্যবহার করলে সংক্রমণ হতে পারে। এর ফলে গুরুতর অসুখ হতে পারে। এমনকী, যৌনাঙ্গে ক্যানসার হওয়ার সম্ভাবনাও থাকে। তাই স্বমৈথুনের ক্ষেত্রে ফল বা সবজি না ব্যবহার করার কথাই বলছেন বিশেষজ্ঞরা।

Advertisement

[আরও পড়ুন: এক ঢিলে দুই পাখি! সঙ্গমের আনন্দের মাঝেই পান ওয়ার্কআউটের উপকারিতাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ