১৯ জ্যৈষ্ঠ  ১৪৩০  শনিবার ৩ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

ভ্যালেন্টাইনস ডে-তে প্রিয়জনকে দিন একটু অন্য ধরনের উপহার

Published by: Sangbad Pratidin Digital |    Posted: February 13, 2022 8:25 pm|    Updated: February 13, 2022 9:41 pm

Valentine's Day 2022: Here are a few gift ideas for your loved one

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বসন্তের আগমনে প্রকৃতিতে লাগে প্রেমের ছোঁয়া। আর তাই যুগ যুগ ধরে প্রেমিক প্রেমিকারা বসন্তের শুরু থেকেই প্রেমের জোয়ারে গা ভাসায়। কারণ, বসন্ত মানেই সরস্বতী পুজো। আর তার পরপরই আসে  ভ্যালেন্টাইনস ডে। এই দিনটায় সকলেই তাঁদের কাছের মানুষকে তাঁর প্রিয় উপহারটা দিয়ে নিজের মনের ভালবাসা জানান দেয়। কিন্তু এমন অনেক প্রেমিক বা প্রেমিকা আছেন যারা এখনও স্কুল বা কলেজে পড়ছেন, তাই তাঁদের ইচ্ছা থাকলেও খুব দামি উপহার ভালবাসার মানুষটার জন্য কিনতে পারবেন না। তাই তাঁদের জন্য রইল কয়েকটি সহজ সরল উপহারের খোঁজ, যা একদিকে আপনার প্রেমিক-প্রেমিকার মনও ছুঁয়ে যাবে, আবার আপনার খরচও বাঁচাবে।

১. কবিতা: বহুকাল ধরে প্রেমের এক এবং অদ্বিতীয় উপহার হল কবিতা। আর সেই কবিতা যদি হয় আপনার নিজের লেখা তবে তো আর কথায় নেই। তাই আজই নিজের ভালবাসার মানুষটার কথা ভেবে ঝটপট একটা কবিতা লিখে ফেলুন। আর নিজে যদি লিখতে না পারেন তবে যুগযুগ ধরে কবিরা যে সুন্দর সুন্দর প্রেমের কবিতা লিখে গিয়েছেন, সেখান থেকে একটি কবিতা বেছে নিজের হাতে লিখে এই বিশেষ দিনে বিশেষ মানুষটার হাতে তুলে দিন।

Letter_Web

২. হাতে তৈরি কার্ড: আপনি যদি আঁকায় পারদর্শী হন, তবে এটাই হবে আপনার দেওয়া শ্রেষ্ঠ উপহার। দোকান থেকে সুন্দর একটা সাদা কার্ড কিনে আনুন, তাতে সামনের দিকে রঙিন পেন দিয়ে কিছু নকশা আঁকবেন, আর ভিতরে ভালবাসার মানুষটির জন্য লিখে ফেলুন দুটো লাইন।

Card_web

৩. ভিডিও তৈরি করে ফেলুন: আপনারদের দুজনের কাছেই নিশ্চয়ই নিজেদের বিশেষ মুহূর্তের প্রচুর ছবি বা ভিডিও রয়েছে। এবার সেগুলোকেই একত্রিত করে বানিয়ে ফেলুন একটি বিশেষ ভিডিও, আর সেটাকে আরও আকর্ষনীয় করে তুলতে তাতে জুড়ে দিন একটি রোমান্টিক গান।

 [আরও পড়ুন: জমে যাক প্রেম দিবসের পেটপুজো, ঘুরে আসুন কলকাতার এই ৭ রেস্তরাঁয়]

৪.পেন ড্রাইভ: আপনার হাতে যদি কিছু টাকা থেকে থাকে, তবে একটা পেন ড্রাইভ কিনে ফেলুন আপনার ভালবাসার মানুষটির জন্য। আর তাতে তাঁর পছন্দের কিছু সিনেমা পুরে ফেলুন। ভ্যালেনটাইন’স ডে উপহার হিসেবে এটাই তুলে দিন তাঁর হাতে।

এছাড়াও আপনার কাছে যদি বেশ কিছটা টাকা থেকে থাকে তবে মোবাইল কভার, নাম লেখা চাবির রিং, দুজনের ছবি দেওয়া ফটো ফ্রেম বা একগুচ্ছ গোলাপ উপহার দিয়েও খুশি করে দিতে পারেন নিজের ভ্যালেন্টাইন-কে।

[আরও পড়ুন: Kiss Day: চুমু তো খান! কিন্তু চুম্বন নিয়ে এই তথ্যগুলো জানা আছে?]

 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে