Advertisement
Advertisement

বাজারে সোনির নতুন Xperia E5

এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি তলার জন্য ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৫ এমপির।

Sony launches new Xperia E5, mid-range with high-performance
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 1, 2016 9:26 pm
  • Updated:June 12, 2018 3:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেটের মধ্যে ইউজারকে সেরা স্মার্টফোন অভিজ্ঞতার স্বাদ দিতে ইউরোপের বাজারে সোনি নিয়ে এল তাদের নয়া স্মার্টফোন এক্সপিরিয়া ই ৫ মডেল। ২২১ ডলার দামের এই স্মার্টফোন মিলবে গ্রাফাইট ব্ল্যাক ও সাদা রঙে। জুন মাসের শেষদিকে বাজারে ফোনটির বিক্রি শুরু হবে বলে বুধবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছে প্রস্তুতকারক সংস্থা।

সোনি ই ৫ মডেলের ডিসপ্লে ৫ ইঞ্চির, মিলবে এইচডি রেজোলিউশন। ১.৩ গিগাহার্ৎজ কোয়াড কোর মিডিয়াটেক প্রসেসরের সঙ্গে ১.৫ জিবি র‍্যাম রয়েছে এই ফোনে। ১৬ জিবি ইন্টারনাল মেমোরি ও ২০০ জিবি এক্সপ্যান্ডেবল মেমোরির সুবিধা রয়েছে। সর্বশেষ অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট, ফোর-জি কানেক্টিভিটি তো রয়েছেই, সঙ্গে বাড়তি পাওনা ‘ওয়ান টাচ শেয়ার’ বোতাম। যার সাহায্যে যে কোনও ছবি চোখের নিমেষে ফেসবুক-ইনস্টাগ্রামের মতো সোশ্যাল সাইটে আপলোড করা যাবে। ছবির গুণগত মান নিয়েও ভাবনার কোনও কারণ নেই, এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৫ এমপির।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement